জবিতে চুরির ঘটনায় মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স (আইকিউএসি) সেলে কাচ ও দরজা ভেঙে চুরির ঘটনা ঘটছে। এ সময় দুইটি সিসি ক্যামেরা খুলে ফেলা হয় এবং অন্যটি ঘুরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা শাখা) সাইদুর রহমান রনি বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করেছে জবি প্রশাসন।
মামলার বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।
তিনি বলেন, ঘটনাটি শুনেছি, গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য শুক্রবার রাত থেকে সবাই বাইরে ছিল তখন এ ঘটনা ঘটেছে। উপাচার্য স্যার বিষয়টি দেখছেন এবং পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এস আই) নাহিদুল ইসলাম বলেন, একটি চুরির ঘটনায় মামলা করা হয়েছে। আমি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।
এসএন
