২২ বিশ্ববিদ্যালয়ে মানবিকে সবার সেরা ‘দিগন্ত’

লেখা ও ছবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বাংলাদেশের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদ বা 'খ' ইউনিটের বিভাগগুলোতে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন দিগন্ত বিশ্বাস। তিনি ৮২.২৫ নম্বর পেয়েছেন। এসেছেন দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে। ৮০'র ওপরে উত্তরপত্রে নাম্বার পেয়েছেন সারা দেশে এই একজনই।
পরীক্ষার ফর্ম কিনেছেন ৯০ হাজার ৬শ ৩৭ জন।
পরীক্ষা দিয়েছেন সারা দেশে মোট ৮৫ হাজার ৫শ ১২ জন।
দেশের এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট সিট হলো ৪ হাজার ৮শ ৩৪টি।
মানবিক বিভাগগুলোতে ভর্তি হতে পাশ নম্বর ছিল এবার ৩০।
মোট ছাত্র, ছাত্রীর ৫৬.২৬ শতাংশ বিশ্ববিদ্যালয়গুলো এবং তাদের কেন্দ্রসমূহে পরীক্ষা দিয়ে পাশ নম্বর বা তার চেয়ে বেশি নম্বর পেয়েছে। তারা মোট ৪৮ হাজার ১শ ৬ জন।
আর যে ৪৩. ৬৮ শতাংশ ছাত্র, ছাত্রী ফেল করেছেন তাদের সংখ্যা হলো ৩৭ হাজার ৩শ ১৫ জন।
নকল, শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার, মোবাইল নিয়ে আসা ইত্যাদি নানা কারণে মোট ৫৫ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে।
৭৫ থেকে ৮০ স্কোর করেছেন ৩২ জন।
৭০ থেকে ৭৫’র মধ্যে স্কোর করেছেন ১শ ৮৬ জন।
৬৫ থেকে ৭০ নম্বর পেয়েছেন ৭শ ৬৫ জন।
৬০ থেকে ৬৫’র মধ্যে নম্বর আছে ২ হাজার ২শ ৯৩ জনের।
৫৫ থেকে ৬০ লাভ করেছেন ৫ হাজার ৭শ ২৩ জন।
৫০ থেকে ৫৫ পেয়েছেন ১১ হাজার ৪শ ২৫ জন।
৪৫ থেকে ৫০ লাভ করেছেন ১৯ হাজার ২শ ১৪ জন।
৪০ থেকে ৪৫ স্কোর করেছেন ২৮ হাজার ৫শ ৬২ জন ছাত্র, ছাত্রী।
৩৫ থেকে ৪০ অর্জন করেছেন ৩৮ হাজার ২শ ৬৫ জন।
৩০ থেকে ৩৫ লাভ করেছেন ৪৮ হাজার ১শ ৬ জন।
এবার সবচেয়ে কম স্কোর হলো ১২. ৫০। একজনই তা পেয়েছেন।
পরীক্ষা দিতে আসেননি ৫ হাজার ১শ ২৫ জন।
তাদের ভর্তি করা হবে-ঢাকার ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়’, কুষ্টিয়ার ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’, সিলেটের ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, ‘খুলনা বিশ্ববিদ্যালয়’, দিনাজপুরের ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলের ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’, ময়মনসিংহের ত্রিশালের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুরের ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’, গোপালগঞ্জের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়’, ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জের ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’, নেত্রকোনার ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’, জামালপুরের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ ও ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এ।
ওএফএস।
