শোক দিবসে গরীবদের খাওয়ালো আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের আগস্ট নিহত সকল শহিদের প্রতি ‘রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়’ গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, সোমবার ভোরে ঢাকার নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়ের নেতৃত্বে।
এরপর তিনি অধ্যাপকদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
শোক দিবসের র্যালি হয়েছে।
রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় শোক দিবসের আলোচনা সভা করেছে।
উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন।
আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. স্বপন কুমার সাহা, রেজিস্ট্রার সরকার হীরেন্দ্র চন্দ্র প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের বিভাগেগুলোর অধ্যাপকরা, ছাত্র, ছাত্রীরা অংশগ্রহণ করেছেন।
দুপুরে বিশ্ববিদ্যালয় দুস্থ ও অসহায়দের খাবার বিলিয়েছে।
ওএফএস।
