গুচ্ছ ভর্তি পরীক্ষায় জবিতে ৮ শতাংশ অনুপস্থিত

দেশের ২২টি পাবলিক ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২১ হাজার ৭৬৯ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে চারটি সেন্টারে আসন বিন্যাস করা হয়। তবে এই ইউনিটে ২০ হাজার ১১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এতে উপস্থিতির হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশ।
শনিবার (১৩ আগস্ট) কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে চারটি সেন্টারে ৭ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং ৯২. ৪ শতাংশ পরিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল ও সহকারী প্রক্টরবৃন্দ।
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
টিটি/
