সাস্ট আগামী সপ্তাহ থেকে একদিন অনলাইন ক্লাসে যাচ্ছে

লেখা ও ছবি : সাস্ট প্রতিনিধি।
বাংলাদেশের প্রথম ও প্রধান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের বিখ্যাত শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট)।
তাদের কর্তৃপক্ষ নব সিদ্ধান্তে এসেছেন।
চলমান পরিস্থিতিতে ক্যাম্পাসের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সপ্তাহের একটি দিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আগামী সপ্তাহ থেকে তারা কার্যকর করবেন।
আজ বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাস্টের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
ফলে বিদ্যুৎ সাশ্রয় ছাড়াও সপ্তাহে ২০ থেকে ২৫ শতাংশ জ্বালানী সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার সাস্ট অনলাইনে ক্লাস নেবে। চারদিন অফ-লাইনে (সরাসরি) ক্লাস ও পরীক্ষা নেবে। পরীক্ষাগুলো সবসময় আমরা সরাসরি ক্লাস রুমে নেব।’
সাস্টের কোষাধ্যক্ষ জানিয়েছেন, ‘যেহেতু সরকারিভাবেই আমাদের বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ী হতে বলা হচ্ছে, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেছেন, ‘একদিন অনলাইনে ক্লাস নেওয়া হলে সেদিন আমাদের বিশ্ববিদ্যালয় পরিবহণ বন্ধ থাকবে। তাতেও জ্বলানি এবং বিদ্যুৎ কিছুটা হলেও সাশ্রয়ী হবে বলে আমি মনে করি।’
তবে এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরই একাংশ। তারা তা মনে করেন না।
গণিতের ছাত্র মুহাম্মদ সাইমুম পারভেজ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্লাসে একটি বা দুটি পাখা চলে ঠিক কিন্তু আমাদের শিক্ষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারি। তাদের সহচর্য পেতে পারি, আজীবনের এই বন্ধন কোথায় পাবো? কীভাবে পাবো? অনলাইনে ক্লাস হলে তখন প্রত্যেক ছাত্র ও ছাত্রী এবং শিক্ষক নিজেও আলাদা পাখা চালাবেন। তাতে বিদ্যুতের খরচ আরো বাড়বে।’
ওএফএস।
