ইবিতে শোক দিবসে ছাত্রলীগের আলোচনা ও দোয়া

লেখা ও ছবি : ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
গতকাল মঙ্গলবার, ৯ আগস্ট, রাত ৮টায় দেশরত্ন শেখ হাসিনা হলে এ আয়োজন করে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নব কমিটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত সভাপতি ছিলেন।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেছেন শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও বেসরকারী শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
শেখ হাসিনা হলের শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখা ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, ‘আজ আমার হাতে গড়া সংগঠনের নতুন মুখগুলো দেখে খুব আনন্দ হচ্ছে। আমি বিশ্বাস করি, এইসব নবীন মুখগুলো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’
এ সময় ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এক সময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ভর্তি হত না। হিন্দু শিক্ষার্থী ভর্তির কোনো সুযোগ ছিল না। মেয়েদের কোন স্বাধীনতাও ছিল না। তোমাদের প্রগতিশীলতা চর্চারও সুযোগ ছিল না। এখন তোমরা স্বাচ্ছন্দে পড়ালেখা করতে পারছ। তোমাদের সমাজের প্রতিটি স্তরে নিজেদের অবস্থান আরও বেগবান করতে হবে।’
বঙ্গবন্ধু পরিবারসহ আগস্ট মাসের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ছবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মৃতিস্মারক।
ওএফএস।
