সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

জবিতে সুপেয় পানির সংকট!

এখন বর্ষাকাল। মাঝে মধ্যে বৃষ্টির দেখা পাওয়া গেলেও রোদের খরতাপ এবং সঙ্গে ব‌ইছে গরম হাওয়া। গরমে জীবন হয়ে উঠছে অতিষ্ঠ। শরীর ঘেমে বের হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে পানি। শরীরে পানির অভাব পূরণে দরকার বিশুদ্ধ সুপেয় পানি। কিন্তু সুপেয় পানির ব্যবস্থা নিয়ে হিমসিম খাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেশ কিছু বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ হিসেবে বিভাগগুলো দুষছেন অর্থের দুষ্প্রাপ্যতাকে, প্রশাসন বলছে বিভাগগুলো তাদের চাহিদা দেখিয়ে আবেদন করতে পারে।

বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিদিনই কয়েক হাজার শিক্ষার্থী ক্লাস-পরীক্ষাসহ অন্যান্য কাজে আসেন। কর্মব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন কাজে কিন্তু সঙ্গে অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে পড়ে শিক্ষার্থীরা প্রয়োজন পড়ছে প্রচুর পরিমাণে পানি। বিভাগ থেকে চেষ্টা করা হচ্ছে সাধ্যমতো। যে সকল বিভাগ গুলোতে শিক্ষার্থীদের জন্য ওয়াটার ফিল্টার রয়েছে তারা খুব সহজেই সুপেয় পানি পেয়ে যাচ্ছে।

কিন্তু যে বিভাগে এখনো ওয়াটার ফিল্টার বা পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি এবং থাকলেও তা অকার্যকর, পুরাতন বা নষ্ট সে বিভাগে বোতলে পানি সরবরাহ করে বা কর্মচারীদের দিয়ে জগে করে পানি পৌঁছে দিচ্ছে শিক্ষার্থীদের মাঝে।

খোঁজ নিয়ে জানা যায় লোক-প্রশাসন, নৃবিজ্ঞান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ইতিহাসসহ যে সকল বিভাগ পানি বিশুদ্ধকরণ ব‌্যবস্থা নেই শিক্ষার্থীরা বলছে তাদের পানি খেতে যেতে হয় ক্যাফেটেরিয়াতে। সেখানে প্রায় সময়ই ভিড় লেগে থাকে। তা ছাড়া এক বিভাগের শিক্ষার্থীরা নির্ভর করে অন্য বিভাগের উপর।

এ ছাড়া, যে সকল বিভাগে ওয়াটার ফিল্টার রয়েছে তা নিয়মিত পরিষ্কার করা এবং তার জীবাণুমুক্ত করার প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী তানজিলা আক্তার জানান, আমাদের বিভাগে কোনো সুপেয় পানির ব্যবস্থা নেই। পাশেই ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের পানির ফিল্টার থেকে প্রয়োজন মেটাই।

নৃ-বিজ্ঞান বিভাগের শাকিল আহমেদ এ নিয়ে বলেন, পানি বিশুদ্ধকরণ কোনো মেশিন আমাদের নেই। মাঝে মধ্যে আমরা ট্যাপ থেকে পানি খাই‌, যেখানে আমাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

সুপেয় পানি নিয়ে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী জানান, আমি উত্তরা থেকে বিশ্ববিদ্যালয়ে আসি। ক্লাস শেষে সেমিনারে পড়ার জন্য বসি। পানির জন্য ক্যাফেটেরিয়াতে যাওয়া খুবই বিরক্ত লাগে, দীর্ঘ লাইন থাকে ওখানে। আমাদের নিজস্ব একটি সুপেয় পানির ব্যবস্থা থাকলে সবাই উপকৃত হতো।

ঢাকায় প্রায় দিনই সর্বচ্চো ৩৫° থেকে ৩৭° সেলসিয়াস তাপমাত্রা যাচ্ছে। বাতাসে আর্দ্রতা অনেক বেশি। রোদের তেজ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গরমের তীব্রতা। যা শিক্ষার্থীদের ভোগান্তির মধ্যে ফেলছে।

সুপেয় পানির গুরুত্ব নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার বলেন, পানির অভাবে ডি-হাইড্রেশন হ‌ওয়ার আশঙ্কা বেশি। বেশি ঘামলে পেশার কমে যায়, দুর্বল লাগে সেক্ষেত্রে কাছে পানি রাখা এবং বিশুদ্ধ পানি পান করা, খোলা পানি পান করা থেকে বিরত খাকা।

তিনি আরও বলেন, একজন হয়তো কাছে অল্প পরিমাণ পানি রাখতে পারেন কিন্তু পুরো সময় তা যথেষ্ট নয় এজন্য ব্যবস্থা নেওয়া।

শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিয়ে নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, বিভাগে কোনো ইলেকট্রিক ওয়াটার ফিল্টার নেই। কারণ, আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। তবে আমরা সর্বচ্চো চেষ্টা করছি এমনকি কর্মচারী দিয়ে তাদের জন্য পানির ব্যবস্থা করা হচ্ছে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের জন্য সেমিনারে পানির ব্যবস্থা থাকলেও বেশির ভাগ সময় বন্ধ থাকার অভিযোগ রয়েছে। তবে এ নিয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সেমিনারে কোনো কর্মচারী ছিল না। তখন মালি, পিয়ন, ল্যাব সহকারী দিয়ে চালিয়েছি। এখন আর কোনো সমস্যা নেই। আমরা গর্ব করে বলতে পারি আমাদের পর্যাপ্ত সুপেয় পানি আছে।

প্রাণিবিদ্যা বিভাগের ওয়াটার ফিল্টারগুলোয় শ্যাওলা পড়া নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করলে এ নিয়ে বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দেড়মাস আগে নতুন ফিল্টার লাগানো হয়েছে। ছাত্ররা যাতে অসুস্থ বা ক্ষতিগ্রস্ত না হয় তা আমরা দেখি। এ নিয়ে তোমাদের চেয়ে আমাদের মাথা ব্যথা বেশি।

বিষয়টি নিয়ে ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, আমি ক্যাফেটেরিয়া এবং ছাত্রী কমন রুমে সর্বক্ষণ তদারকি করছি। যে সকল বিভাগগুলোতে পানি বিশুদ্ধকরণ ব‌্যবস্থা নেই তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে ব্যবস্থা নিতে পারে। এ ছাড়া আমি বিভাগগুলোর সঙ্গে কথা বলে দেখব।

সুপেয় পানির কেন্দ্রীয় পরিকল্পনা নিয়ে প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, সবাই কম বেশি ব্যবস্থা নিচ্ছে। তা ছাড়া নতুন ক্যাম্পাস হবে এখন কেন্দ্রীয় পরিকল্পনা নেওয়া অপ্রয়োজনীয় বলেই মনে হচ্ছে।

এমএমএ/

Header Ad
Header Ad

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের গড়িমসি চলবে না। যদি দ্রুত সুস্পষ্ট ঘোষণা না আসে, তবে ঈদের পর বিএনপি বৃহত্তর আন্দোলনে নামবে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা শহরের পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ আরও বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নানা বিতর্ক তৈরি করেছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে গেছেন। তিনি দাবি করেন, গত ১৫ বছরে হাসিনা সরকার জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে, যার জন্য আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না।

গণজমায়েতে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের সমালোচনা করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

Header Ad
Header Ad

জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি

ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন বলে দাবি করেছেন আবরারের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ।

আজ সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য প্রকাশ করেন। ফাইয়াজের দাবি, আসামি জেমি গত ৫ আগস্টের পর জেল থেকে পালিয়েছেন, তবে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে ছয় মাস পর।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ফাইয়াজ লেখেন, “আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন।”

তিনি আরও লিখেছেন, “ফাঁসির আসামির তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালাল কিভাবে! পালানোর পরেও এতদিন এ তথ্য গোপন রাখা হয়েছে, যা স্পষ্টতই প্রমাণ করে যে তাকে ধরার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এর আগে থেকেই আরও তিনজন আসামি পলাতক রয়েছে।”

ফাইয়াজ তার পোস্টে মুনতাসির আল জেমির নাম ও ঠিকানাও উল্লেখ করেন।

নাম: মুনতাসির আল জেমি
পিতা: আব্দুল মজিদ
মাতা: জোসনা বেগম
ঠিকানা: ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

Header Ad
Header Ad

তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাজধানীতে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। ওইদিন বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে দলের ঘোষণা দেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনের মুখ্য সংগঠক সারজিস আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে জনমত যাচাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি থেকে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে একটি কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় অনলাইন ও সরাসরি মাঠপর্যায়ে জনমত জরিপ চালানো হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে।

সংগঠনের নেতারা জানিয়েছেন, রোববার বিকেল পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ এই জরিপে অংশ নিয়েছেন এবং তাদের মতামত প্রদান করেছেন। এই মতামতের ভিত্তিতেই নতুন রাজনৈতিক দলের কাঠামো ও আদর্শ নির্ধারণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির নীতিনির্ধারকদের একাধিক সূত্র জানিয়েছে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। এছাড়া দলের সদস্যসচিব হিসেবে বর্তমান জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।

নতুন এই রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে এবং এটি দেশের বিদ্যমান বৈষম্য দূর করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দলের মূলনীতি, লক্ষ্য ও আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে বিস্তারিত তথ্য আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন
জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি
তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার
বিভেদের সুযোগ নিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না: তারেক রহমান
সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটন নিষেধাজ্ঞা
রোজা সামনে রেখে খেজুরের দাম কমেছে ৪০ শতাংশ!
সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান ঘাঁটিতে হামলা ও যুবক নিহতের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর
পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা
জেনে নিন খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
মিঠাপুকুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে
মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি নিয়ে যা বললেন রিজভী
রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করার আহ্বান মির্জা ফখরুলের
সাভারে কাপড়ের কারখানায় আগুন, পুড়ে ছাই কাপড় ও কার্টন