সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ভালোবাসা-কবর জেয়ারতে বঙ্গমাতাকে স্মরণ করলো তার বিশ্ববিদ্যালয়

লেখা ও ছবি : বশেফমুবিপ্রবি প্রতিনিধি।

‘রেনু’ নামের এই মেয়েটির জীবন দু:খে গড়া। জন্মেছেন ১৯৩০ সালে। মোটে পাঁচ বছর বয়সে মা-বাবাকে হারিয়েছেন। এতিম মেয়েটি শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন। ফলে তারাও শেখ পরিবার। ৮ বছরের শিশু ১৮ বছরের মুজিবরের স্ত্রী হলেন, ১৯৩৮ সাল। তার ঘর আলো করেছে তিনটি ছেলে ও দুটি মেয়ে। বড় দুই মেয়ে হলেন শেখ হাসিনা (বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী), শেখ রেহানা। শেখ মুজিবুর রহমানের পুরো জেল জীবন তাকে ভয়ে, শংকায় ও পরিবার পালনের কঠোর সংগ্রামে লিপ্ত হতে হয়েছে। ১৯৭১ সালের ১২ মে থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানী সেনাবাহিনীর মৃত্যু পরোয়ানা মোকাবেলা করতে হয়েছে বন্দীদশায় দুই মেয়ে ও শিশুপুত্র রাসেলকে নিয়ে। মেয়ে দুটি বাদে আর সবাই তার সঙ্গে সেদিন-১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হয়েছেন। মোটে ৪৫ বছরে মারা গিয়েছেন তিনি প্রাণপ্রিয় স্বামী, ততোধিক প্রিয় সন্তানদের নিয়ে। তাদের পুত্রবধুরা (সুলতানা কামাল এবং রোজী জামাল)ও যুবতী শ্বাশুড়ির সঙ্গে বাঙালির মহত্তম সংগ্রামকে বাঁচিয়ে দিতে।

এই মহিয়সী মায়ের নামে তার বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলের উপজেলা জামালপুরের মেলান্দহে গড়ে দিয়েছেন একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিনি বেঁচে থাকবেন চিরকাল আগামীর, তরুণ প্রজন্মের মধ্যে।

ইতিহাসের সেই নায়িকা আর আর নেই। তার নামে গড়া বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়েছে আজ জন্মদিন। তার ৯২ বছরের আলোচনা সভায় এই ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিকৃতিতে ফুল দিয়েছে।

জন্মস্থান ও সমাধি টুঙ্গি পাড়াতে উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ পরিচালক কর্ণেল (অব:) অধ্যাপক কাজী শরীফ উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল কবর জেয়ারত করেছে।

সারা বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে তাদের একটি বিশেষ র‌্যালি পুরো ক্যাম্পাস ঘুরে গোবিন্দগঞ্জ বাজারের প্রধান ফটকে থেমেছে।

মাতৃস্মৃতির আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেছেন, “স্বাধীন বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল আন্দোলন, সংগ্রামের মূল অনুপ্রেরণা ও উৎসাহদাতা এবং উৎস ছিলেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’। এই মহীয়সী নারীর স্বাধীনতার আকাংখা ছিল অত্যন্ত তীব্র। বাঙালি জাতির প্রতি, তাদের মুক্তিসংগ্রামের জন্য তার অবদান ছিল অকৃত্রিম ও অকুণ্ঠ। সেজন্যই অনালোকিত নারী-বঙ্গমাতা।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যার সাবেক এই কৃতি অধ্যাপক ও গবেষক আরো জানিয়েছেন তার ছাত্র, ছাত্রী, অধ্যাপক, কর্মকর্তা ও কর্মচারীদের, ‘শেখ ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুর সহধর্মিনী ও তার সন্তানদের মা ছিলেন। তিনি নিরব রাজনৈতিক সহকর্মী ছিলেন বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের নায়কের। অন্যতম সহযোদ্ধা ছিলেন মুক্তি সংগ্রামের। ছিলেন বাংলাদেশের জন্য নিরব প্রধান সংগঠক। তার জীবন থেকে যেকোনো মানুষ পাঠ নিয়ে ধন্য হবেন।’

ইতিহাসের বিস্তৃতপ্রায় মহানায়িকার জীবনের ওপর আলোচনা সভায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ’র সভাপতি ড. এ. এইচ. এম. মাহবুবুর রহমান উপস্থাপনা করেছেন।

সভাপতি ছিলেন রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ও সহকারী রেজিস্ট্রার আনিসুজ্জামান আনিস আলোচনা করেছেন।

অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ে আলোচনা করেছেন আওয়ামী লীগ নেতা ও মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর্জা আবদুল হালীম প্রমুখ।

ওএফএস।

Header Ad
Header Ad

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের গড়িমসি চলবে না। যদি দ্রুত সুস্পষ্ট ঘোষণা না আসে, তবে ঈদের পর বিএনপি বৃহত্তর আন্দোলনে নামবে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা শহরের পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ আরও বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নানা বিতর্ক তৈরি করেছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে গেছেন। তিনি দাবি করেন, গত ১৫ বছরে হাসিনা সরকার জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে, যার জন্য আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না।

গণজমায়েতে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের সমালোচনা করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

Header Ad
Header Ad

জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি

ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন বলে দাবি করেছেন আবরারের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ।

আজ সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য প্রকাশ করেন। ফাইয়াজের দাবি, আসামি জেমি গত ৫ আগস্টের পর জেল থেকে পালিয়েছেন, তবে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে ছয় মাস পর।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ফাইয়াজ লেখেন, “আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন।”

তিনি আরও লিখেছেন, “ফাঁসির আসামির তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালাল কিভাবে! পালানোর পরেও এতদিন এ তথ্য গোপন রাখা হয়েছে, যা স্পষ্টতই প্রমাণ করে যে তাকে ধরার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এর আগে থেকেই আরও তিনজন আসামি পলাতক রয়েছে।”

ফাইয়াজ তার পোস্টে মুনতাসির আল জেমির নাম ও ঠিকানাও উল্লেখ করেন।

নাম: মুনতাসির আল জেমি
পিতা: আব্দুল মজিদ
মাতা: জোসনা বেগম
ঠিকানা: ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

Header Ad
Header Ad

তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাজধানীতে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। ওইদিন বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে দলের ঘোষণা দেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনের মুখ্য সংগঠক সারজিস আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে জনমত যাচাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি থেকে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে একটি কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় অনলাইন ও সরাসরি মাঠপর্যায়ে জনমত জরিপ চালানো হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে।

সংগঠনের নেতারা জানিয়েছেন, রোববার বিকেল পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ এই জরিপে অংশ নিয়েছেন এবং তাদের মতামত প্রদান করেছেন। এই মতামতের ভিত্তিতেই নতুন রাজনৈতিক দলের কাঠামো ও আদর্শ নির্ধারণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির নীতিনির্ধারকদের একাধিক সূত্র জানিয়েছে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। এছাড়া দলের সদস্যসচিব হিসেবে বর্তমান জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।

নতুন এই রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে এবং এটি দেশের বিদ্যমান বৈষম্য দূর করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দলের মূলনীতি, লক্ষ্য ও আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে বিস্তারিত তথ্য আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন
জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি
তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার
বিভেদের সুযোগ নিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না: তারেক রহমান
সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটন নিষেধাজ্ঞা
রোজা সামনে রেখে খেজুরের দাম কমেছে ৪০ শতাংশ!
সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান ঘাঁটিতে হামলা ও যুবক নিহতের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর
পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা
জেনে নিন খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
মিঠাপুকুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে
মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি নিয়ে যা বললেন রিজভী
রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করার আহ্বান মির্জা ফখরুলের
সাভারে কাপড়ের কারখানায় আগুন, পুড়ে ছাই কাপড় ও কার্টন