মানব পাচার একটি বৈশ্বিক সমস্যা : অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন

লেখা ও ছবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ব্রেন ড্রেইন বা মেধা পাচার বা মানব সম্পদ পাচারকে একটি বৈশ্বিক সমস্যা বলে মনে করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
নিজের বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত ‘মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়’ কর্মশালায় কথাটি বলেছেনও।
অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন আরো বলেছেন, ‘বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে বিভিন্ন কারণেই মানব সম্পদ পাচার হয়ে থাকে। ফলে প্রধানত ও মূলত দূর্ভোগ পোহাতে হয় গরীব ও দুঃস্থ জনগণকে। বড় একটি অংশ নারী ও শিশুরা।’
অনুন্নত, উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী ও যোগ্য ছাত্র, ছাত্রীদের উন্নত দেশগুলোতে ভালো জীবনযাপনের আশায় চলে যায়। এই বিষয়টি জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি মানব সম্পদ পাচার রোধে মহাবিদ্যালয়গুলোর করণীয়র একটি জানিয়েছেন, ‘আমাদের মানব পাচার রোধে আয়োজিত এ ধরণের সেমিনার প্রয়োজন। তাতে অধ্যাপকদের জ্ঞান বৃদ্ধি হবে। মানব পাচার রোধে বিভিন্ন ধরণের কৌশল নির্ধারণেও সহায়তা করবে বলে আমার বিশ্বাস।’
অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন অন্যদের ভূমিকায় বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষত: বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাটি দূর করায় প্রধান দায়িত্ব রয়েছে। গণমাধ্যম, বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পুলিশসহ অন্যান্য সংস্থার বিশেষ দায়িত্ব আছে।’
ওএফএস।
