অধ্যাপক ড. সালিমুল হক পেলেন ‘জাতীয় পরিবেশ পদক’

বিশ্বখ্যাত জলবায়ু বিজ্ঞানী ও ঢাকার অন্যতম সেরা বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)’র ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিএডি)’র পরিচালক এবং ‘ডক্টর অব সায়েন্স’, অধ্যাপক ড. সালিমুল হক, ওবিই আরেকটি সম্মানে ভূষিত হলেন।
তিনি তার জন্মভূমি বাংলাদেশের ‘জাতীয় পরিবেশ পদক ২০২০’-এ ভূষিত হয়েছেন।
অধ্যাপক ড. সালিমুল হক ‘আইসিএডি’ পরিচালনার পাশাপাশি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ’-এ অধ্যাপনা করেন।
পরিবেশের উন্নয়নে অবিশ্বাস্য অবদানের স্বীকৃতি হিসেবে ড. সালিমুল হককে বাংলাদেশ সরকার দেশের জলবায়ু উন্নয়নের সবচেয়ে বড় পদকটি প্রদান করলো।
এই পদক ‘পরিবেশ ও জলবায়ু পরিবতন মন্ত্রণালয়’র অধীনে প্রদান করা হয়।
জীবনে আরো পুরস্কার পেয়েছেন তিনি। তবে দেশের কাছ থেকে লাভ করা এই সম্মান জীবনে অক্ষয় হয়ে থাকবে তার। তিনি একটি স্বর্ণপদক, ৫০ হাজার টাকার নগদ চেক ও একটি সার্টিফিকেট গ্রহণ করেছেন।
আইইউবি কর্তৃপক্ষ জানিয়েছেন, “আসুন আমরা অধ্যাপক ড. সালিমুল হক ওবিই’র জাতীয় পরিবেশ পদক লাভে সংবর্ধনা জানাই।”
তিনি তার জীবনব্যাপী পরিবেশের উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন প্রতিরোধে অধ্যাপনা, ছাত্র, ছাত্রীদের নিয়ে গবেষণা, দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য পরিবেশ পদক লাভ করেছেন।
তিনি আরো কাজ করেছেন, জাতীয় পরিবেশ উন্নয়ন ও জলবায়ু প্রতিরোধ কমিটিতে। পরিবেশ শিক্ষা, জলবায়ু পরিবর্তন উন্নয়নে।
আছে তার অনেক অভিসন্দর্ভ ও প্রকাশনা।
নিজের কথা বলতে গিয়ে পরিবেশ পদক, ওবিই সম্মাননায় ভূষিত অধ্যাপক ড. সালিমুল হক বলেন, ‘বাংলাদেশ সরকারকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এই অসামান্য স্বীকৃতি আমি কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করছি। বাংলাদেশের মানুষ হিসেবে এই বিরল সম্মানে ভূষিত করার ফলে আমার দেশ ও বিশ্বের পরিবেশ এবং জলবায়ুর উন্নয়ন, অভিঘাতগুলো নিয়ে কাজ করতে আমি আরো আগ্রহ অনুভব করব। আমরা সবাই জানি, নিজদের বেঁচে থাকার স্বার্থে, সুন্দর আগামীর জন্য আমাদের টেকসই পরিবেশ উন্নয়ন কার্যক্রমে অবদান রাখতে হবে।’
অধ্যাপক ড. সালিমুল হককে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ তার দেশের সর্বোচ্চ সম্মান ‘দি অর্ডার অব দি ব্রিটিশ অ্যাম্পায়ার’ বা ‘ওবিই’তে এই বছর ভূষিত করেছেন। সরকারী এই পদকের পর তিনি এবারই লাভ করেছেন ‘বিশেষ ও বিরল সম্মাননা পিএইচডি’।
হয়েছেন আরেকটি ডক্টরেটের মালিক। ব্রিটেনের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় তাকে ভূষিত করেছে তাদের অনার্সের ছাত্র, ছাত্রীদের সমাতবর্তনে ‘ডক্টর অব সায়েন্স’-এ। তিনি বিজ্ঞানের ইতিহাসে বিরলতম পিএইচডিটি লাভ করেছেন, হয়েছেন সবার সেরা।
পদক দুটি অধ্যাপক ড. সালিমুল হককে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে অবদান এবং নেতৃত্ব প্রদান কার্যক্রমে অবিশ্বাস্য অবদানের স্বীকৃতি বলে উল্লেখ করেছেন তারা।
ওএফএস।
