রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি, প্রভাষকসহ ৫ গ্রেফতার ও কারাদন্ড

লেখা : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান ভর্তি পরীক্ষার ‘ক’ বা ‘এ’ ইউনিটে জালিয়াতি বা প্রক্সি দেওয়ার অভিযোগে খুলনার গাজী মেডিক্যাল কলেজের প্রভাষক ডা. সমীর রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের ছাত্র এখলাছুর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী জান্নাতুল মেহজাবিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ছাত্র বায়জিদ খান এবং ভর্তিচ্ছু রাহাত আলম রিয়াদ গ্রেফতার হয়েছেন।
গতকাল ২৬ জুলাই মঙ্গলবার তারা ৫ জন গ্রেপ্তার হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, 'এ' ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় ড. এম. এ. ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবন থেকে এখলাছুর রহমান, দ্বিতীয় শিফটের পরীক্ষায় সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবন থেকে বায়জিদ খান, তৃতীয় শিফটে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন থেকে জান্নাতুল মেহজাবিন ও চতুর্থ শিফটের ভর্তি পরীক্ষায় খুলনার গাজী মেডিক্যাল কলেজের প্রভাষক ডা. সমীর রায় ও পরে গ্রেপ্তার করা হয়েছে ভর্তিচ্ছু রাহাত আলম রিয়াদকে।
এখলাছুর ভর্তি পরীক্ষার্থী লিমন, বায়জিদ ভর্তি পরীক্ষার্থী তানভীর আহমেদ, জান্নাতুল মেহজাবিন ভর্তি পরীক্ষার্থী ইশরাত জাহান ও ডা. সমীর রায় ভর্তি পরীক্ষার্থী রাহাত আলম রিয়াদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালনরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ।
ডা. সমীর রায়, এখলাছুর রহমান ও বায়জিদ খানকে ১ বছর কারাদন্ড, জান্নাতুল মেহজাবিনকে ২ বছর ও রাহাত আলম রিয়াদকে ৩ মাসের কারাদন্ড দন্ডিত করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেছেন, “এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রক্সি দেয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে অপরাধ স্বীকার করেছেন। তাই ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদের দন্ড প্রদান করেছেন।”
উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি কিংবা অনৈতিক কাজ করার সুযোগ নেই। দেখভাল করার জন্য সার্বক্ষণিক তদারকি জারি রেখেছেন বিশ্ববিদ্যালয়ের বিচক্ষণ শিক্ষকরা ও নিরাপত্তা টিম। তাই জালিয়াতি করে পার পাওয়ার কোরো সুযোগ নেই।’
প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরিক্ষার দ্বিতীয় দিনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন।
পরীক্ষাগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সক্রিয় অবস্থান করছেন ১৫ স্তরের নিরাপত্তা টিম।
ভর্তি প্রস্তুতি পূর্বেই সকল ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা কঠোরভাবে রোধ করার ঘোষণা দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ওএস।
