রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়মাবলী

লেখা ও ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৫ থেকে ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক(সম্মান) ভর্তি পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাগুলোকে সুষ্ঠু ও যথাযথভাবে দিতে পারে, তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ।
আজ ২৩ জুলাই সকালে সিনেট ভবনে জনসংযোগ দপ্তর আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের কথাগুলো জানিয়েছেন। তিনি বলেছেন-
১. ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে ২০২১-’২২ শিক্ষারর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি পরীক্ষা ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে সম্পন্ন করা হবে।
২. ‘এ’ ইউনিটে কলা, আইন, সামজিক অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।
৩. ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)।
৪. ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ - বিজ্ঞান অনুষদের ২৬টি বিভাগ।
৫. বিশেষ কোটা আছে।
৬. মোট আসন ৪ হাজার ৬শ ৪১টি।
৭. মোট ১লাখ ৭৮ হাজার ২শ ৬০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে।
৮. ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২শ ৩৭ টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬শ ২১টি ও ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪শ ১০টি চূড়ান্ত আবেদনপত্র গ্রহণ করা সম্পন্ন হয়েছে। আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার ৪ শ ২৯ জন।
৯. এক ঘন্টার পরীক্ষা হবে।
১০. এমসিকিউ পদ্ধতি।
১১. পরীক্ষার মধ্যে কোনো ছাত্র বা ছাত্রী কক্ষের বাইরে যেতে পারবে না।
১২. রুমে মোবাইল ফোন, ক্যালকুলেটর, মেমোরিযুক্ত কোন ইলেকট্রনিক ডিভাইস বা কোনো কিছুই সঙ্গে রাখা যাবে না।
১৩. শুরুর ৩০ মিনিট আগে গেট খুলে দেয়া হবে।
১৪. পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনের ব্যাপারে সকল অধ্যাপককে সচেতন থাকতে হবে।
১৫. ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইট http://admission.ru.ac.bd-তে পাওয়া যাবে।
১৬. ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাসহ সকলের সহযোগিতা কামনা করে আহবানপত্র প্রচার করছেন।
১৭. পুলিশ প্রশাসনসহ প্রক্টরিয়াল বডি বিভিন্ন সংস্থা ও স্টেক হোল্ডারদের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় করেছেন। তাদের তৎপরতা চালিয়ে যেতে বলা হয়েছে।
১৮. ভর্তিচ্ছুদের কাছ থেকে যেন মেস মালিকরা অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সেজন্য প্রক্টর অফিস তাদের সংগঠনের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে।
১৯. প্রক্টর অফিস ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করছেন।
২০. ছাত্র-উপদেষ্টার দপ্তর তাদের করণীয় নির্ধারণের মাধ্যমে প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রেখেছে।
২১. জনসংযোগ দপ্তর ভর্তি যাবতীয় তথ্য তাৎক্ষণিকভাবে প্রচারের ব্যবস্থা নিয়েছে।
২২. অ্যাকাডেমিক সভাগুলোর বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পরীক্ষার নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে করণীয় সভা সম্পন্ন করেছে।
২৩. মেয়রের নেতৃত্বে রাজশাহীর সুধীজন, সাংস্কৃতিক কর্মী, শহর ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী, মেস মালিক এবং পরিবহণ মালিক সমিতির সঙ্গে প্রশাসন মত-বিনিময় সভা করেছে।
২৪. ভর্তি পরীক্ষা গ্রহণে অভিজ্ঞ শিক্ষক, কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণ সভা সম্পন্ন করেছে।
২৫. অসাধু চক্রের সদস্যদের তাৎক্ষণিক শাস্তি বিধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পাালন করবে।
২৬. পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র পরিচালিত একটি মেডিকেল টিম কাজ করবে।
২৭. সার্বক্ষণিকভাবে ৪টি অ্যাম্বুলেন্স থাকবে।
২৮. কোয়ান্টাম ফাউন্ডেশন পরিচালিত ২ সদস্যের একটি মেডিকেল টিম ও ২টি অ্যাম্বুলেন্স চিকিৎসা সহায়তা প্রদান করবে।
২৯. শুধুমাত্র অভিভাবকদের অপেক্ষার জন্য শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বসার ব্যবস্থা রাখা হয়েছে।
৩০. বিভিন্ন স্থানে ৯টি ওয়াটার প্রুফ টেন্ট স্থাপন করা হচ্ছে।
৩১. প্রতিটি টেন্টে অভিভাবকদের বসার জন্য ২০০টি চেয়ার থাকবে।
৩২. ক্যাম্পাসে সাধারণভাবে ব্যবহারের জন্য ১২টি স্থানে ওয়াশ রুমের ব্যবস্থা থাকছে।
৩৩. প্রচারের জন্য ১০টি স্থানে সহজে দৃশ্যমান ব্যানার ও নির্দেশিকা থাকবে।
৩৪. বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জাররা বিভিন্ন স্থানে স্থাপিত ৯টি হেল্প ডেস্কে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রদান করবে।
৩৫. ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের প্রচারণামূলক লিফলেট বিতরণ নিষিদ্ধ থাকবে।
৩৬. ক্যাম্পাসে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে বিভিন্ন স্থানে স্থাপিত ডাস্টবিনে ফেলার নির্দেশনা দেয়া আছে।
৩৭. প্রত্যেক পরীক্ষার্থীকে প্রবেশপত্রের কয়েকটি কপি সঙ্গে আনতে নির্দেশনা প্রদান করা হয়েছে
৩৮. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ক্লাব, সমিতিও পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
৩৯. তাদের হল, জিমনেশিয়াম ও অন্যান্য স্থানে সীমিতভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে।
৪০. নারী অভিভাবকদের অবস্থানের জন্য ছাত্রী জিমনেশিয়ামে সীমিত ব্যবস্থা করা হয়েছে।
৪১. ক্যাম্পাসে কোনো ধরণের হয়রানি ও প্রতারণামূলক কর্মকাণ্ড এবং দোকানগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যের অতিরিক্ত মূল্য আদায় করা থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এই উদ্যোগগুলোর কথা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার আরো বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা জারি রাখব, যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমারা চাই, আপনারাও আমাদের সার্বিক সহযোগিতা করবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুই উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল- ইসলামসহ আরো অনেকে।

ওএস।

Header Ad
Header Ad

বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনুষ্ঠিত বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এজন্য নির্বাচনের সঙ্গে জড়িত প্রার্থীদের, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এবং যারা অনিয়মে যুক্ত ছিল, তাদের তদন্ত করে বিচার করতে হবে।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ফ্যাসিস্ট কাঠামোয় নিয়ে গেছে এবং মানুষের ভোটাধিকার হরণ করেছে, যার দায় নির্বাচন কমিশনেরও রয়েছে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান প্রবর্তন, প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই করে সত্যতা নিরূপণ, নির্বাচনে সহিংসতা রোধে আচরণবিধি সংস্কার, ঋণখেলাপিদের প্রার্থিতা বাতিল, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র মনিটরিং করা।

এছাড়া একই নামে একাধিক দলের নিবন্ধন, অফিসবিহীন দলকে বৈধতা দেওয়া এবং এসব বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়। এনসিপি মনে করে, এসব বাস্তবায়ন না হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।

Header Ad
Header Ad

এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল

ছবি: সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, ১৯ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ১৭১ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। ডলারপ্রতি ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ২০ হাজার ৯৬৮ কোটি ১৪ লাখ টাকা।

রেমিট্যান্সের বড় একটি অংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো দিয়ে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৫০ হাজার ডলার।

এর আগেও চলতি বছরের মার্চ মাসে দেশে এক মাসে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স আসে—৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার। জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও যথাক্রমে ২১৯ কোটি ও ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বিশেষজ্ঞদের মতে, সরকার ঘোষিত প্রণোদনা, ডলারের ভালো বিনিময় হার এবং রমজান ও ঈদ উপলক্ষ্যে প্রবাসীদের বাড়তি পাঠানোর প্রবণতা—এসব কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এপ্রিল শেষে এই প্রবাহ ৩৫০ কোটি ডলারের বেশি হতে পারে, যা নতুন একটি রেকর্ড হবে।

Header Ad
Header Ad

দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত

আজ রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

কোনো ব্যক্তি যেন টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন—এই প্রস্তাবকে স্বাগত জানালেও বিএনপি বলছে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চিরতরে প্রধানমন্ত্রিত্বের পথ বন্ধ করা উচিত নয়।

রোববার (২০ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, “এক ব্যক্তি টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এই প্রস্তাবে বিএনপি একমত। তবে দুই মেয়াদের পর যদি জনগণ আবারও কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, সেই সুযোগ রাখা উচিত। এক বছর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ায় কোনো বাধা থাকার কথা নয়।”

এ সময় তিনি আরও বলেন, “সাংবিধানিক সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। আমরা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে। তবে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়টিতে বিএনপি একমত নয়। এতদিন পর রাষ্ট্রের নাম পরিবর্তনের যৌক্তিকতা আমরা দেখি না।”

তিনি জানান, মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করছে। তবে তিনি সতর্ক করে বলেন, “সব কিছু মৌলিক অধিকার না বানিয়ে, রাষ্ট্রের বাস্তব সামর্থ্য বিবেচনায় রেখে যা নিশ্চিত করা সম্ভব, সেটুকু করার আহ্বান জানিয়েছি।”

বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে সভাপতিত্ব করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তার সঙ্গে ছিলেন সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রসঙ্গত, বিএনপি গত বৃহস্পতিবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের
আজ স্বামীর প্রশংসা করার দিন
ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হলো সিনেমা
রাজধানীর ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বিএনপি
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক
জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে সালমান, আনিসুল, দীপু মনি, পলকসহ ১৯ জন