রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়মাবলী
লেখা ও ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ থেকে ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক(সম্মান) ভর্তি পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাগুলোকে সুষ্ঠু ও যথাযথভাবে দিতে পারে, তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ।
আজ ২৩ জুলাই সকালে সিনেট ভবনে জনসংযোগ দপ্তর আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের কথাগুলো জানিয়েছেন। তিনি বলেছেন-
১. ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে ২০২১-’২২ শিক্ষারর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি পরীক্ষা ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে সম্পন্ন করা হবে।
২. ‘এ’ ইউনিটে কলা, আইন, সামজিক অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।
৩. ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)।
৪. ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ - বিজ্ঞান অনুষদের ২৬টি বিভাগ।
৫. বিশেষ কোটা আছে।
৬. মোট আসন ৪ হাজার ৬শ ৪১টি।
৭. মোট ১লাখ ৭৮ হাজার ২শ ৬০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে।
৮. ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২শ ৩৭ টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬শ ২১টি ও ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪শ ১০টি চূড়ান্ত আবেদনপত্র গ্রহণ করা সম্পন্ন হয়েছে। আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার ৪ শ ২৯ জন।
৯. এক ঘন্টার পরীক্ষা হবে।
১০. এমসিকিউ পদ্ধতি।
১১. পরীক্ষার মধ্যে কোনো ছাত্র বা ছাত্রী কক্ষের বাইরে যেতে পারবে না।
১২. রুমে মোবাইল ফোন, ক্যালকুলেটর, মেমোরিযুক্ত কোন ইলেকট্রনিক ডিভাইস বা কোনো কিছুই সঙ্গে রাখা যাবে না।
১৩. শুরুর ৩০ মিনিট আগে গেট খুলে দেয়া হবে।
১৪. পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনের ব্যাপারে সকল অধ্যাপককে সচেতন থাকতে হবে।
১৫. ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইট http://admission.ru.ac.bd-তে পাওয়া যাবে।
১৬. ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাসহ সকলের সহযোগিতা কামনা করে আহবানপত্র প্রচার করছেন।
১৭. পুলিশ প্রশাসনসহ প্রক্টরিয়াল বডি বিভিন্ন সংস্থা ও স্টেক হোল্ডারদের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় করেছেন। তাদের তৎপরতা চালিয়ে যেতে বলা হয়েছে।
১৮. ভর্তিচ্ছুদের কাছ থেকে যেন মেস মালিকরা অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সেজন্য প্রক্টর অফিস তাদের সংগঠনের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে।
১৯. প্রক্টর অফিস ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করছেন।
২০. ছাত্র-উপদেষ্টার দপ্তর তাদের করণীয় নির্ধারণের মাধ্যমে প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রেখেছে।
২১. জনসংযোগ দপ্তর ভর্তি যাবতীয় তথ্য তাৎক্ষণিকভাবে প্রচারের ব্যবস্থা নিয়েছে।
২২. অ্যাকাডেমিক সভাগুলোর বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পরীক্ষার নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে করণীয় সভা সম্পন্ন করেছে।
২৩. মেয়রের নেতৃত্বে রাজশাহীর সুধীজন, সাংস্কৃতিক কর্মী, শহর ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী, মেস মালিক এবং পরিবহণ মালিক সমিতির সঙ্গে প্রশাসন মত-বিনিময় সভা করেছে।
২৪. ভর্তি পরীক্ষা গ্রহণে অভিজ্ঞ শিক্ষক, কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণ সভা সম্পন্ন করেছে।
২৫. অসাধু চক্রের সদস্যদের তাৎক্ষণিক শাস্তি বিধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পাালন করবে।
২৬. পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র পরিচালিত একটি মেডিকেল টিম কাজ করবে।
২৭. সার্বক্ষণিকভাবে ৪টি অ্যাম্বুলেন্স থাকবে।
২৮. কোয়ান্টাম ফাউন্ডেশন পরিচালিত ২ সদস্যের একটি মেডিকেল টিম ও ২টি অ্যাম্বুলেন্স চিকিৎসা সহায়তা প্রদান করবে।
২৯. শুধুমাত্র অভিভাবকদের অপেক্ষার জন্য শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বসার ব্যবস্থা রাখা হয়েছে।
৩০. বিভিন্ন স্থানে ৯টি ওয়াটার প্রুফ টেন্ট স্থাপন করা হচ্ছে।
৩১. প্রতিটি টেন্টে অভিভাবকদের বসার জন্য ২০০টি চেয়ার থাকবে।
৩২. ক্যাম্পাসে সাধারণভাবে ব্যবহারের জন্য ১২টি স্থানে ওয়াশ রুমের ব্যবস্থা থাকছে।
৩৩. প্রচারের জন্য ১০টি স্থানে সহজে দৃশ্যমান ব্যানার ও নির্দেশিকা থাকবে।
৩৪. বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জাররা বিভিন্ন স্থানে স্থাপিত ৯টি হেল্প ডেস্কে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রদান করবে।
৩৫. ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের প্রচারণামূলক লিফলেট বিতরণ নিষিদ্ধ থাকবে।
৩৬. ক্যাম্পাসে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে বিভিন্ন স্থানে স্থাপিত ডাস্টবিনে ফেলার নির্দেশনা দেয়া আছে।
৩৭. প্রত্যেক পরীক্ষার্থীকে প্রবেশপত্রের কয়েকটি কপি সঙ্গে আনতে নির্দেশনা প্রদান করা হয়েছে
৩৮. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ক্লাব, সমিতিও পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
৩৯. তাদের হল, জিমনেশিয়াম ও অন্যান্য স্থানে সীমিতভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে।
৪০. নারী অভিভাবকদের অবস্থানের জন্য ছাত্রী জিমনেশিয়ামে সীমিত ব্যবস্থা করা হয়েছে।
৪১. ক্যাম্পাসে কোনো ধরণের হয়রানি ও প্রতারণামূলক কর্মকাণ্ড এবং দোকানগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যের অতিরিক্ত মূল্য আদায় করা থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এই উদ্যোগগুলোর কথা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার আরো বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা জারি রাখব, যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমারা চাই, আপনারাও আমাদের সার্বিক সহযোগিতা করবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুই উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল- ইসলামসহ আরো অনেকে।
ওএস।