বরিশাল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পদ্মা সেতু ফুটবল টুর্নামেন্ট

লেখা ও ছবি : বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ জুলাই সোমবার বিকাল সাড়ে ৩ টায় ‘পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট’-২০২২ শুরু হবে।
আয়োজন করছে শেরে বাংলা হল।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মিয়া স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
হলের আবাসিক ছাত্র তামিম বলেছেন, ‘আমরা আন্তরিক ধন্যবাদ জানাই হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তারা এত সুন্দর একটি আয়োজন করতে যাচ্ছেন। অনেক দিন পর একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ভেবে আনন্দ হচ্ছে। আমরা শিক্ষার্থীরা সত্যিই আনন্দিত।’
তিনি বলেছেন, ‘পদ্মা সেতু যেন সকলের জীবনে আনন্দ বয়ে আনে।’
টুর্নামেন্টে মোট চারটি দল থাকবে।
সাতটি ম্যাচ হবে।
প্রত্যেক টিমের জার্সি বাধ্যতামূলক।
খেলায় অংশগ্রহণের জন্য দলগুলোকে তাদের খেলোয়াড়দের নামের তালিকা ২৪ জুলাইয়ের মধ্যে হল অফিসে জমা দিতে হবে।
ওএস।
