‘বছর ঘুরে বছর যায়, নতুন হলের খবর নাই’

লেখা ও ছবি : চৌধুরী মাসাবি, প্রতিনিধি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের সমস্যাগুলোর সমাধানে মানববন্ধন করেছেন হল ছাত্রলীগ নেত্রীরা।
আজ সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে তারা মানববন্ধন করেছেন।
তাদের দাবীগুলো হলো-কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক সংকট নিরসনের নতুন শেখ হাসিনা হল ২৪ জুলাইয়ের মধ্যে চালু করতে হবে, হল ও ক্যান্টিনগুলোর খাবারের মান উন্নত করতে ভর্তুকি দানের ব্যবস্থা করতে হবে ও আমাদের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের ওয়াইফাই স্পিড বাড়াতে হবে।
এ সময় তারা-বছর ঘুরে বছর যায়, নতুন হলের খবর নাই, তারিখ ঘুরে তারিখ এলো, নতুন হলের তালা খোল, ১ সিটে ২জন-১ রুমে ৮ জন- আর কত-ব্যানার ধরেছেন ও শ্লোগান দিয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট মেটাতে নতুন তৈরি শেখ হাসিনা হলটি ৩১ জুলাইয়ের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে ছাত্রীদের মানববন্ধনে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকি আশ্বস্ত করেছেন।
ছাত্রলীগের ছাত্রী ও সাধারণ মেয়েদের এই মানববন্ধন ও সমাবেশ বিষয়ে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট মো. সাদেকুজ্জামান তার বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্র, সাংবাদিক চৌধুরী মাসাবিকে বলেছেন, ‘এই হলের মানসম্মত খাবার প্রদানের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। সব হলকে খাবারে ভর্তুকি প্রদানের জন্য প্রশাসন চেষ্টা করছেন, কিন্তু অনুমোদন পাচ্ছেন না।’
এরপর ছাত্রলীগের নেত্রীরা উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন না থাকায় ভারপ্রাপ্ত প্রক্টরকে স্মারকলিপি দিয়েছেন।
ওএস।
