সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের বাসায় চুরি

লেখা ও ছবি : রায়হান মাহবুব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি আবাসিক ভবনের গ্রিল কেটে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
‘যমুনা ’ভবনের নীচতলায় ঘটনাটি ঘটেছে। বাসাটিতে ধর্মতত্ব ধর্মতত্ব বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন এইচ. এন. এম. এরশাদ উল্লাহ ও তার পরিবারের বসবাস।
বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ আবদুস সালাম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈদের ছুটিতে এই শিক্ষকের পরিবার গ্রামের বাড়ি খুলনায় অবস্থান করছিলেন। এই সুযোগে চোর ব্যালকনির গ্রিল কেটে ও ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে। পানির ট্যাপগুলো চুরি করে নিয়ে যায়। ফলে পুরো বাসায় পানি ছড়িয়ে পড়ে। পরে ভবনে পানির সংকট হলে ও নিচতলায় পানি দেখা গেলে বিষয়টি অন্যদের নজরে আসে বলে জানা গেছে।
চুরির খবর পেয়ে শিক্ষকের স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য ক্যাম্পাসে এসেছেন। তারা জানান, নগদ বিশ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে।
যমুনা ভবনের দ্বিতীয় তলায় বিশ্ববিদ্যালয় সিকিউরিটি ইনচার্জ আবদুস সালাম সেলিম ও চতুর্থ তলায় ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম থাকেন। তারা থাকার পরও চুরির ঘটনায় ক্যাম্পাস এবং আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্য আবাসিক শিক্ষকরা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন।
ভুক্তভোগী অধ্যাপক এরশাদ উল্লাহ বলেছেন, ‌‌‘আমি মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি জেনেছি। বুধবার আমার স্ত্রী দেখতে গিয়েছে। আমরা তো ভাড়া দিয়ে থাকি। এরকম ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিতরের নিরাপত্তা প্রশ্নবিদ্ধই থেকে যায়। বিশ্ববিদ্যালয় খোলার পর ক্যাম্পাসে ফিরে আইনি পদক্ষেপ নেব।’
রিফাত ইয়ামিন নামের তার পরিবারের এক সদস্য বলেছেন, ‘আমাদের কাছে মনে হয়েছে, এটি সংঘবদ্ধ চুরি। ভবনের দেয়াল ও ব্যালকনিগুলো এতই দুর্বল, চোরের খুব কষ্টও করতে হয়নি। প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তা উপর তলায় থাকতেও এমন ঘটনায় বোঝা যায় ক্যাম্পাসে কতটা নিরাপত্তা ব্যবস্থা আছে।’
৩ জুলাই ক্যাম্পাস থেকে চোর সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নেওয়া হয়। থানা কর্তৃপক্ষ তাদের নামে মামলা করতে চান। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে তাদের বয়স কম হওয়ায় মামলা না দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়ার ব্যবস্থা করে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, ছাড়া পেয়ে তারাই চুরি করেছে।
এই প্রতিবেদককে ভারপ্রাপ্ত প্রক্টর ড. শফিকুল ইসলাম এই বিষয়ে বলেছেন, ‘আমরা ক্যাম্পাসের নিরাপত্তার জন্য আবাসিক হল ও অন্য দিকগুলোতে বেশি ফোকাস করেছি। এর মাঝেই আবাসিক এলাকায় এমন দুর্ঘটনা ঘটে গেল। বিষয়টি আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। আমদের মাঝেও শঙ্কা রয়েছে। আবাসিক এলাকার ভবনগুলো খুব পুরাতন এবং দুর্বল। এখানে আগে এমন ঘটনা ঘটেনি। ফলে কিছুটা নিরাপত্তা ঘাটতিও আছে। আমরা নিরাপত্তা নিয়ে নতুন করে কিছু পদক্ষেপ নিচ্ছি।’
সন্দেহভাজনদের ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তাদের একজন ক্যাম্পাসের এক দোকানদারের ছেলে অন্যজন ভ্যানচালক। ক্যাম্পাসে তারা পরিচিত। তাদের বিষয়ে আমাদের কাছে কোন ডকুমেন্ট ছিল না। এলাকার চেয়ারম্যান, মেম্বাররা এসে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছেন।’
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘আটককৃতদের নামে মামলা হওয়ার কথা ছিল। পরে প্রক্টরিয়াল বড়ির চারজন এসে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান।’
ইসলামী বিশ্ববিদ্যালয় অধ্যাপক আবাসিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুনুর রহমান এই নিয়ে বলেছেন, ‘আবাসিক এলাকায় নিরাপত্তাকর্মী কম এবং ভবনগুলোও অনেকটা পরিত্যক্ত হওয়ার মতো। চুরির ঘটনার পর আমরা মিটিং করেছি। নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।’
২ জুলাই থেকে ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। সেদিন থেকে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় অবস্থানরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকতে চাইলেও নিরাপত্তার দোহাই দিয়ে তাদের ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ তাদের।
ওএস।

Header Ad
Header Ad

আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই।

তবে আমাদের চেষ্টা আছে এবং আত্ম-জিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে।

‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। আজ সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় আইন উপদেষ্টা বলেন, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি; বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। সেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে, টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কো-অর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

চলমান বিচার পদ্ধতি নিয়ে আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয় সে বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশনা দেওয়া হবে।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ

ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মিঠাপুকুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, ভূমিহীন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনকারীরা মিঠাপুকুর উপজেলা চত্বর থেকে মিছিল সহ পদযাত্রা করে মিঠাপুকুর থানায় পৌঁছান এবং সেখান থেকে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কুশপুত্তলিকা দাহ করেন। এতে ঢাকা-রংপুর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি এবং ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরের পাশাপাশি মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবি জানান।

মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ঢাকাপ্রকাশ

পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক গ্রেফতার না হয়, তবে আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

Header Ad
Header Ad

এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত

যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত সিনিয়র সচিব নাসিমুল গণির সই করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সেহেতু, বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২ (চ) বিধি অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল
মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ
এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার  
লালমনিরহাটে জামাত-শিবিরের কলেজ দখলের চেষ্টা
গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার  
এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  
‘ডু অর ডাই’ ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা
সেমিফাইনালের পথে ভারত, কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার
নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল
দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
অতিরিক্ত দুশ্চিন্তা দ্রুত মৃত্যু ডেকে আনে!
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা