লোকপ্রশাসন বিভাগ জন্মদিন পালন করলো
লেখা ও ছবি : রাখী সায়ন্তনী, বরিশাল বিশ্ববিদ্যালয়।
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে তাদের লোকপ্রশাসন বিভাগের জন্ম দিন। তারা দিনটিকে ‘লোকপ্রশাসন দিবস’ হিসেবে পালন করেছেন।
আজ সোমবার ৪ জুলাই সকাল ১০টায় মূল ফটক থেকে আনন্দ র্যালি বের করেছে বিভাগ।
‘জনগন ও প্রশাসন মিলে-মিশে সুশাসন’ প্রতিপাদ্যকে ধারণ করে শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কীর্তনখোলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়েছে।
বিভাগের ছাত্রী সৈয়দা মাহফুজা মিষ্টির উপস্থাপনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. বদরুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো.আব্দুল কাইয়ুম, প্রক্টর অধ্যাপক ড. মো. খোরশেদ আলম প্রমুখ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নানা বর্ষের ছাত্র, ছাত্রী ও শিক্ষকরা আলোচনায় অংশ নিয়েছেন।
বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. ইশরাত জাহান লিজা সভাপতিত্ব করেছেন।
উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন তার বক্তব্যে বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠান তখনই জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, যখন সেখানে শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম সমন্বিতভাবে থাকে। ফলে আজকের এই অনুষ্ঠানটি কিন্তু কারিকুলাম অ্যাকটিভিটিজের নয়। সহজ সহ-শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। মূলত অতীতের স্মৃতিচারণ করা, আমরা যেন ভুলে না যাই। সেজন্যই এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।’
তিনি আরো বলেছেন, ‘সন্তান যত হয়, তার কাজে পিতা তত গর্বিত হন। শিক্ষার্থী যত বড় স্থানে যাবে, শিক্ষক তত গর্বিত হবেন। সকল শিক্ষার্থীর প্রতি আমার আবেদন, তোমরা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের গর্বিত ছাত্র, ছাত্রী বলে জীবনে যেখানেই যাও, যে পর্যায়ে যাও, আত্মবিশ্বাসের সঙ্গে যদি নিজেকে তুলে ধরতে না পার, তাহলে শিক্ষা মূল্যহীন হবে। সেভাবে কাজ করবে।’
ট্রেজারার অধ্যাপক ড.মো.বদরুজাজামান ভূঁঞা বলেন, ‘সুদীর্ঘ নয় বছর ধরে আমাদের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা যেভাবে কাজ করে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের জন্য নিঃসন্দেহে গৌরবের। অত্যন্ত ইতিবাচক। বিশ্ববিদ্যালয়ের কাজ, ছাত্র-ছাত্রীদের নিজেকে তৈরি করতে শেখানো ও বিভাগের মাধ্যমে এই কাজ অত্যন্ত ইতিবাচক ও সহজ হয়। আমি বিশ্বাস করি মানুষ পারে না-এমন কোনো কাজ নেই তবে ব্যবস্থাপনা, সমন্বয় যত বেশি হয়, সুশৃংখলতা যত হবে, উন্নয়ন তত সুদৃঢ় হয়।’
বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. ইশরাত জাহান লিজা বক্তব্যে বলেন, ‘আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগ ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এখন আমাদের দশম বছর। প্রতিবছর ১২ ডিসেম্বর লোকপ্রশাসন দিবস উদযাপন করি কিন্তু করোনা মহামারির কারণে সে ধারাবাহিকতা রক্ষা সম্ভব হয়নি। লোকপ্রশাসন দিবস শিক্ষার্থীদের আশা, আকাঙ্খা, সংস্কৃতি চর্চা ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নের অন্যতম প্ল্যাটফর্ম।'
বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক সিরাজিক সাদিক বলেন, ‘এই বিভাগকে আমরা আমাদের পরিবার মনে করি। প্রতিবছর দিবসটি পালন করার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি ও শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা ও তাদের সংস্কৃতিমনা হিসেবে গড়ে তোলাই আমাদের দিবসের অন্যতম লক্ষ্য।’
ওএস।