বন্যা গবেষণায় সুনামগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বন্যা নিয়ে গবেষণা করতে আজ রওনা দিয়েছেন গোপালগঞ্জে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তার জন্মস্থানে মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ’র একদল দক্ষ ছাত্রের গড়া ‘ডিজাস্টার রেসপন্স টিম’।
তারা প্রত্যেকেই দুর্যোগ পরবতী সাড়া, গবেষণা ও সেবা কার্যক্রমের কোর্সগুলো সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন বিভাগের সভাপতি ও অধ্যাপক মো. রাজীব হোসেন।
দলটির দলনেতা নির্বাচন করা হয়েছে অজয় দেবনাথকে। তার সঙ্গে আছেন-বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংবাদিক ও ঢাকাপ্রকাশ ২৪.কমের প্রতিনিধি ও বিভাগের ছাত্র সফিকুল আহসান ইমন, এম. আমান উল্লাহ, সাকিব ইয়াসার, সাইম রাইয়ান, তামজিদ হোসেন, রাকিব মিয়া, রিফাত ইসলাম, মো. আকিক তানজিল জিহান।
বিভাগের পক্ষ থেকে গড়া দলটিকে সার্বিকভাবে সহযোগিতার জন্য রয়েছেন তিন ছাত্র-আসিফ জামান শুভ, আল-মাহমুদ মুরাদ ও সৌরভ সাহা।
অঞ্চলভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা, দুর্যোগ ঝুঁকি সনাক্তকরণ, জরুরী সেবাদান ও পুনরুদ্ধার কার্যক্রম, জরুরী ঔষধ ও সামগ্রী প্রদান, নানাবিধ স্বাস্থ্য সুরক্ষা প্রদান, নগদ অর্থ সাহায্য দান ও সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালাগুলো পরিচালনা করবেন তারা।
বিভাগের পড়ালেখা কাজে পরিণত করবেন তারা।
এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীদের দেওয়া নানা ধরণের সহযোগিতা বিলিয়ে দেবেন।
এই তথ্যগুলো আজ ২ জুলাই দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সবাই।
খবরটি প্রদান করেছেন দলের অন্যতম সদস্য সফিকুল আহসান ইমন। তিনি আরো লিখেছেন, ‘এ আমাদের বন্যা পরবর্তী সহযোগিতা কার্যক্রম পরিচালনা ও দুর্যোগ পরবর্তী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ।’
আজ শনিবার, ২ জুলাই বেলা ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ডিজাস্টার রেসপন্স টিমের দলনেতা অজয় দেবনাথ সম্মেলনে বলেছেন, ‘১৬ জুন থেকে সিলেটের সুনামগঞ্জে চলমান বন্যায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন লাখো মানুষ। ইতোমধ্যে অঞ্চলটিতে বিভিন্ন মাধ্যমে ও আমাদের বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ত্রাণ এবং স্বাস্থ্যসেবাসহ নানা ধরণের সহযোগিতা দেওয়া হয়েছে।’
তিনি বলেছেন, ‘এর আগে সিলেটে চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ ও ত্রাণ সহায়তা যোগাড় করা হয়েছে। পৌঁছেও দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট বিভাগ শিক্ষার্থী কল্যাণ সমিতি।’
‘এই কার্যক্রমগুলোর ধারাবাহিকতায় আমরা ‘ডিজাস্টার রেসপন্স টিম’ ৯ সদস্যের প্রতিনিধি দল মূলত দুর্যোগ গবেষণার জন্য আজ ২ জুলাই গোপালগঞ্জ থেকে সুনামগঞ্জের পথে যাত্রা করছি’, জানিয়েছেন তিনি।
সফিকুল আহসান ইমন জানিয়েছেন, “এই বিষয়ে আমাদের বিভাগের সভাপতি অধ্যাপক মো. রাজীব হোসেন বলেছেন, “সিলেটে সম্প্রতি যে প্রাকৃতিক দুর্যোগ-বন্যা হলো, সেখানে পরবর্তী সেবা প্রদানের জন্য দক্ষ জনবল অতি জরুরী। আমাদের বিভাগের ছাত্ররা সুনামগঞ্জে দুর্যোগ পরবর্তী সেবা প্রদানের লক্ষ্যে যাচ্ছে বলে সুনামগঞ্জের মানুষ উপকৃত হবেন।’
স্যার আরো বলেছেন, ‘তারা প্রত্যেকে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বলে যে উদ্যোগ গ্রহণ করেছে আমাদের মাধ্যমে, নিঃসন্দেহে মহৎ। যেহেতু বিভাগের পড়ালেখা সংশ্লিষ্ট কাজেই তারা সিলেটে যাচ্ছে, তারা সফল হয়ে ফিরে আসবে আমরা আশা করছি। তাদের সবার জন্য শুভকামনা।’
ওএস।