সোনারগাঁও ইউনিভার্সিটির সামার সেশনের নবীনবরণ হলো
লেখা ও ছবি : জনসংযোগ কর্মকর্তা, সোনারগাঁও ইউনিভার্সিটি
আজ শুক্রবার, ১ জুলাই, বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘সোনারগাঁও ইউনিভার্সিটি’র সব বিভাগে ‘সামার ২০২২’ সেশনে ভর্তি হওয়া নতুন ছাত্র, ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান।
তিনি আরো বলেছেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের এ প্রগ্রামের নাম হলো ‘রিসিপশন অ্যান্ড ওরিয়েনটেশন’।”
ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন ভাড়া নিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটি তাদের বর্ণাঢ্য আয়োজনটি সম্পন্ন করছেন।
প্রধান অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল জব্বার খান।
বিশেষ অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. আবদুল আলীম।
পেট্রন তাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার।
সভাপতি নারায়ণগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও যাছাই ডট.কমের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবদুল আজিজ অন্যতম অতিথি।
ওএস।