ডিএসসিসির কাজে বন্ধ জবির মূল ফটক, শিক্ষার্থীদের ভোগান্তি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খোঁড়াখুঁড়িতে বন্ধ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটক। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। প্রধান ফটক বন্ধ থাকায় ক্যাম্পাস থেকে বের হতে পারছে না চক্রাকার বাস সার্ভিসের দ্বিতল বাসটি। খোঁড়াখুঁড়ির কাজে কর্মরত শ্রমিকরা জানান, প্রধান ফটকের উভয় দিকের ড্রেনের কাজ শেষ। এই দুই দিকের সংযোগস্থল ঠিক করার জন্যেই এই খোঁড়াখুঁড়ি। ৩/৪ দিনের মধ্যেই কাজ শেষ হবে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ড্রেনের কাজ চলমান রয়েছে। রাস্তা খুঁড়ে রাখায় প্রধান ফটক ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। এর বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে দ্বিতীয় ফটকটি। দ্বিতীয় ফটক খোলা থাকলেও এই গেট দিয়ে বের হতে পাছে না চক্রাকার দ্বিতল বাসটি। বাসটি বন্ধ থাকায় বৃষ্টির দিনে ভোগান্তি আরও বেড়েছে শিক্ষার্থীদের।
সিটি করপোরেশনের পক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, গেটের দুইদিকের ড্রেনের কাজ শেষ। ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখতে অবশিষ্ট ছিলো শুধুমাত্র ফটকের সামনের অংশটুকু। যেহেতু বর্ষাকাল, পানি চলাচল ঠিক রাখার জন্য সিটি করপোরেশন তিন চারদিনের মধ্যে কাজ শেষ করবে বলে জানিয়েছে। আমাদের শিক্ষার্থীদের দুইদিন একটু কষ্ট করতে হবে।
উল্লেখ্য, এর আগে ডিএসসিসির ড্রেন নির্মাণের জন্য খোঁড়াখুঁড়িতে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর এবং কর্মকর্তা-কর্মচারীদের ঘরবাড়ির একটি অংশ ভেঙে পড়েছিলো। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হোন তারা। দ্রুততম সময়ের মধ্যে দেয়াল তুলে দেয়ার কথা থাকলেও দীর্ঘ সময় নেওয়ায় আরও বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
এএজেড