অভিন্ন নীতিমালাসহ ১১ দফা দাবিতে ববিতে মানববন্ধন
বুধবার (২৯জুন) এই দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মচারী নিয়োগ পদন্নোতি ও পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসি কর্তৃক অভিন্ন নীতিমালা প্রকাশসহ ১১ দফা দাবিতে 'বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ পরিষদের (১১-২০) গ্রেডের সকল সদস্য এবং কর্মচারীবৃন্দ শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করে'।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ পরিষদের (১১-১৬) গ্রেডের সভাপতি শাহাজাদা খান এর সভাপত্বিতে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্তঃ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃহাসানুজ্জামান, কর্মচারী কল্যাণ পরিষদের (১৭-২০) গ্রেডের সভাপতি ফরিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ পরিষদের (১১-১৬) গ্রেডের সাবেক সভাপতি ও আন্তঃ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল কিবরিয়া ও কর্মচারী কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন সুমন, (১৭-২০) গ্রেডের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী শরীফ, বিশ্বলিদ্যালয়ের কর্মচারী কল্যাণ পরিষদের (১১-১৬) গ্রেডের সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান, (১৭-২০) গ্রেডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ পরিষদের (১১-১৬) গ্রেডের সাবেক সভাপতি ও আন্তঃ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল কিবরিয়া বলেন, 'আমরা অভিন্ন নীতিমালা মানি। কিন্তু সেটা যুগোপযোগী হতে হবে এবং এতে যেন সকলের কল্যাণ নিহিত থাকে'। মানবন্ধনে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মচারী নিয়োগ পদন্নোতি ও পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসি কর্তৃক অভিন্ন নীতিমালা প্রকাশ করা এবং ১১ দফা পূরণের দাবি জানান বক্তারা।
এএজেড