আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের জমকালো আয়োজন
ফিচার ডেস্ক
বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ দ্বিতীয়বারের মতো বসন্ত সম্মেলনের আয়োজন করেছে। এই আয়োজনে তারা বিভাগের কৃতি ছাত্র, ছাত্রীদের সংবর্ধনা দিয়েছেন। পুর্নমিলনী করেছেন অধ্যাপক ও সাবেক ছাত্র, ছাত্রীদের নিয়ে।
অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য দিয়েছেন আইইউবির মিডিয়া কমিউনিকেশন বিভাগের প্রধান রাইসা রাশীকা।
আইইউবি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের শুরু হয়েছে দুপুর ১টায়। বিশেষ অতিথি ছিলেন আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. তৈয়েবুর রহমান। তিনি সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন।
অ্যাকাডেমিক ও গণযোগাযোগ শিল্পমাধ্যমের নানা ক্ষেত্রে বিশেষ অর্জনের জন্য চারটি বিভাগে চারটি পুরস্কার দেওয়া হয়েছে মোট পাঁচজন ছাত্র, ছাত্রীকে। নরওয়ের সরকারী অসলো মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্লোবাল নিউজ স্ট্রিম প্রকল্পের অধীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় বিভাগের মোট ৫৫ জন ছাত্র, ছাত্রীকে পুরস্কার দেওয়া হয়েছে।
এরপর হয়েছে প্যানেল আলোচনা। পরিচালনা ও উপস্থাপনা করেন বিভাগের প্রধান রাইসা রাশীকা। তাতে সাবেক চারজন ছাত্র, ছাত্রী কীভাবে আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় পড়ালেখা ও সহশিক্ষা কার্যক্রম তাদের জীবনের লক্ষ্যগুলো পূরণে সাহায্য করেছে বলেছেন। কীভাবে আজকের ছাত্র, ছাত্রীরা তাদের পেশাজীবনে এই বিভাগের মাধ্যমে সবচেয়ে সাফল্য লাভ করতে পারেন, সেই দিক নির্দেশনা প্রদান করেন।
এরপর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ক্লাবগুলো বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয়। সবার শেষে নাটকের প্রদশনী। নাটকটির মূল বিষয় ছিল কীভাবে ইন্টারনেটের এই যুগে ছাত্র, ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভালো ও মন্দ প্রভাবগুলো সম্পর্কে সচেতন করা সম্ভব হয়। নাটকে এই সচেতনতার কার্যক্রম করা হয়।
ওএস।