নোয়াখালীর ২১ মুক্তিযোদ্ধাকে সম্মানিত করলো সরকারি বিশ্ববিদ্যালয়টি
লেখা ও ছবি সাজিদ হক
নোয়াখালীর একমাত্র ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ ২১ জন মুক্তিযোদ্ধাকে এবারের স্বাধীনতা দিবসে সম্মাননা জানিয়েছেন। অনন্য সাধারণ উদ্যোগটি নিয়েছেন তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আয়োজনে। মুক্তিযুদ্ধের বীর নায়করা বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক, ছাত্র, ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য। তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়েছে।
তারা এই বিশ্ববিদ্যালয়ের ২৫ মার্চের অপারেশন জেনোসাইটের গণহত্যা শুরুর দিনের প্রতিবাদে মোমবাতি জ্বালানো কার্যক্রমেও প্রধান অতিথি ছিলেন। পরদিন তারা স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
২৬ মার্চ সকাল নয়টায় তাদের নিয়ে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের অধ্যাপক, ছাত্র, ছাত্রী; কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম স্বাধীনতা দিবসের র্যালি শুরু করেছেন। প্রশাসন ভবনের সামনে থেকে শহীদ মিনার ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকের সামনে এসে শেষ হয়েছে।
এরপর সবাই মিলে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, ছাত্র, ছাত্রীসহ সবাই ভিসি স্যারের পর শ্রদ্ধা নিবেদন করেন। তাদের মধ্যে আছেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সিমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি অফিসার্স অ্যাসোসিয়েশন। ছাত্রলীগ, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
তারপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ‘বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস’ মিলনায়তনে অলোচনার পর স্বাধীনতার এই বীর সেনানীদের সম্মান ও সম্মাননা জানানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম তাদের শ্রদ্ধা জানানোর পর বলেছেন, ‘নতুন প্রজন্মের প্রতি আহবান, তারা যেন এই দেশকে ভালোবাসে।’ আরো জানিয়েছেন, “বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার এই ধারা ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ অব্যাহত রাখবে।”
মুক্তিযোদ্ধারাসহ আলোচনায় ছিলেন উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাকি, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার প্রমুখ।
ওএস।