শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে মেয়েদের জন্য কোনো শৌচাগার নেই, বাকিগুলো বেহাল
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ভেতরে একমাত্র কৃষি শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়টি হলো ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়’। ঢাকার আগারগাওয়ে আছে এই বিরাট বিশ্ববিদ্যালয়টি। তবে এখানেই ‘কৃষি অনুষদ’ নামের কৃষিভিত্তিক বাংলাদেশের কৃষির উচ্চতর বিভাগগুলোর বিশাল তিনতলা অ্যাকাডেমিক ভবনটির শৌচাগারগুলোর অবস্থা খুব খারাপ।
এই বিশ্ববিদ্যালয়ের ঢাকাপ্রকাশের প্রতিনিধি রবিউল ইসলাম রাকিব সরেজমিনে জানিয়েছেন, ‘তিনতলা কৃষি অনুষদ অ্যাকাডেমিক ভবনে পড়ালেখা করেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মোট ১৫শ ছাত্র, ছাত্রী। আমাদের জন্য আছে মোট চারটি শৌচাগার। এর মধ্যে দুটি তলার দুটি শৌচাগার সবসময় বন্ধ থাকে। ফলে একমাত্র ভরসা দোতলার দুটি শৌচাগার। তবে সেখানেও অনুষ্ঠানগুলোর খাবারের ময়লাগুলো ফেলা হয়। মাঝে, মধ্যে এই কাজের ফলে শৌচাগারগুলোতে যেতে ছাত্র, ছাত্রীদের খুব কষ্ট হয়ে যায়। এভাবে দোতলাতে মোটে দুটি শৌচাগার থাকায় ও সেগুলোতে নোংরা পরিবেশ থাকায় হর-হামেশাই এগুলো ব্যবহার করতে পারি না না।’
‘এগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার রাখেন না। নিয়মিত পরিস্কার করার ব্যবস্থা করেন না। পানি সরবরাহ ভালো রাখেন না। ফলে এগুলো ব্যবহার করতে পারি না কেউ। এগুলো আসলে ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। কমোডগুলো সবসময় নোংরা থাকে। লালচে রঙ নিয়েছে। এই শৌচাগারগুলোর দরজার ছিটকিনি নষ্ট আছে। পানি জমে ময়লা ও স্যাঁতস্যাঁতে হয়ে আছে ভেতরের মেঝে। এগুলো সংক্রামক রোগের আশ্রয়স্থল হয়েছে। তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চোখে ঠুলি পরে আছেন।’
‘তার বাদে তারা বাকি দুটি বড় শৌচাগার ব্যবহার উপযোগী করেন না।’
রবিউল ইসলাম রাকিব আরো জানিয়েছেন, ‘এই কৃষি অনুষদ অ্যাকাডেমিক ভবনের কোথাও তারা মেয়েদের জন্য আলাদা শৌচাগার রাখেননি। ফলে তারা কোনোক্রমে এগুলো ব্যবহার করেন। তাদের জন্য কৃষি অনুষদ অ্যাকাডেমিক ভবনে কোনো কমনরুমও নেই।’
এই বিষয়ে কৃষি অনুষদ ভবনের ছাত্রী রাজিয়া সৃষ্টি বলেছেন, ‘ছাত্রদের বাজে শৌচাগারটি ব্যবহার করতে আমাদেরও খুব কষ্ট হয়। ছেলেদের সঙ্গে এজন্য সংকটে পড়তে হয়।’
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং অন্যতম অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন তাদের কৃষি অনুষদ ভবনের শৌচাগারের মতো জরুরী ও অতি প্রয়োজনী সেবা কাযক্রমের দুটি বন্ধ, বাকি দুটি বেহাল এবং মেয়েদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকার বিষয়ে বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কটি শৌচাগার নিমাণ করা হচ্ছে।’
এই শৌচাগারগুলোর বিষয়ে বলেছেন, ‘আগামী সপ্তাহে এগুলো চালু করার সম্ভাবনা আছে।’
ওএস।