রাজশাহীতে বামদের হরতালে কর্মচারীদের হামলা
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
লেখা ও ছবি : আসিফ আহমেদ
ভোজ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধে আজ সকালেই আধাবেলা হরতাল পালনরত অবস্থায় বাম গণতান্ত্রিক জোটের বিভিন্ন দলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতা, কর্মীদের উপর হামলা হয়েছে। করেছেন পরিবহনের কর্মচারীরা। সকাল প্রায় ৯টায় বাজে ঘটনাটি ঘটেছে প্রশাসনিক ভবনের সামনে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাম দলগুলো ৬টা থেকে হরতালে নেমেছিল। সকাল সাতটা থেকে বিশ্ববিদ্যালয় বাসগুলো ছাত্র, ছাত্রী ও অফিসার এবং অধ্যাপকদের আনা নেওয়ার জন্য ক্যাম্পাসের বাইরে যেতে তারা বাধা দিয়েছেন। পরিবহন দপ্তরের কর্মকর্তা ও কমচারী-এই বাসগুলোর ড্রাইভার, হেলপারদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি শাকিলা খাতুন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক রিদম শাহরিয়ারকে তারা হামলা করেছেন।
রিদম বলেছেন, ‘সারাদেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ হরতাল পালনের লক্ষ্যে সকাল থেকে আমরা অবস্থান করেছি। দেশের সব সংকটে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরব। তাদের প্রতিবাদে অনেক সংকট নিরসন হয়েছে। সে ধারাবাহিকতায় এই হরতাল সফল করার কর্মসূচিটি পালনকালে পরিবহন দপ্তরের কর্মচারীরা আমাদের উপর চড়াও হয়ে হামলা করেছেন।’ তারা এই হামলাগুলোর প্রতিবাদে এবং সারা দেশে তাদের হরতালে হামলার প্রতিবাদে নিন্দা জানাতে আজ সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ে মশাল নিয়ে বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছেন।
এই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের প্রশাসক অধ্যাপক ড. মোকছিদুল হক বলেছেন, ‘সকালে তাদের দলগুলোর ডাকা হরতাল পালনরত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলে আমাদের এই ছাত্র, ছাত্রীরা বাধাদান করেছে। ফলে সকাল আটটার কোনো বাস চলাচল করতে পারেনি। তবে সকাল সোয়া ৯টার বাসগুলোতে অনেক ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন জায়গা এসে ক্লাস ও অফিস করেছেন। অফিস ও ক্লাস তো খোলা। তবে তারা তখন বাস চলাচলে বাধা দিয়েছে। তাতে কর্মচারীদের সাথে এই রাজনৈতিক কর্মী ছাত্র, ছাত্রীদের কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে সরকার বিরোধী কথাবার্তা বলে বক্তব্য দিতে শুরু করলে কর্মচারীরা চড়াও হয়েছে এবং তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে তারা দপ্তরের কেউ নয়।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেছেন, ‘খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল থেকে আমাদের এই ছাত্র, ছাত্রীরা ক্যাম্পাসে অবস্থান করেছে। তাদের হরতাল পালনকালে ক্যাম্পাসের বাস চলাচলে বাধা দিয়েছে। আমরা তাদের বলেছি, বাইরের রাস্তায় তো বাস চলাচল করছে। অফিস-আদালত সবই চলছে। তোমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে তোমাদের প্রতিবাদ জানাও। বাসগুলোকে চলাচলের সুযোগ দাও। তবে তারপরও তারা বাধা দিয়েছে। একপর্যায়ে পরিবহনের কর্মচারীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়েছে ও ধাক্কাধাক্কির ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টিকে শান্ত করার চেষ্টা করেছি। তাদের দাবি-দাওয়াগুলো অফিসিয়ালি বসে বলার আহ্বান জানিয়েছি কিন্তু তারা অস্বীকৃতি জানিয়েছে।’
ওএস।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)