আবার সিএনজি চালকের বিরুদ্ধে চবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চারদিন পর আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে সিএনজি চালকের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীর নাম তানভিরুল আবছার নিলয়। চোখে ও শরীরে গুরুতর আঘাত পাওয়ায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে পাঠানো হয়।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কনসার্ট থেকে ফেরার পথে ক্যাম্পাসের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আহত নিলয়। তিনি বলেন, সিএনজি চালক আমার কাছে ৬ টাকার ভাড়া ১০ টাকা চাইলে আমি তখন বলি আমরা যে নিয়মিত ভাড়া ৬ টাকা দিই সেটা নেন। কিন্তু তিনি মানতে নারাজ। এক পর্যায়ে আমি বলি তাহলে আপনি প্রক্টর অফিস থেকে ভাড়ার তালিকা এনে দেখান। পরে সে একটা নির্জন জায়গায় গাড়ি এনে আমাকে নামিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আমাকে কিল, ঘুষি ও আমার চোখে ঘুষি মারে। আমার চোখে চশমা থাকাতে ভেঙে চোখে কাচের টুকরা ঢুকে যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক শুভাশীষ চৌধুরী জানান, আমার কাছে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকা থেকে একজন রোগী আসে। তিনি চোখে আঘাত প্রাপ্ত ছিল এবং তার চোখ ফুলা ও লাল ছিল। তাকে আমি প্রাথমিক চিকিৎসাসহ চোখ ভালোভাবে ওয়াশ করে দিয়েছি। আর তাকে চোখের ডাক্তারের সঙ্গে কথা বলিয়ে কিছু ওষুধ দিয়েছি।
এর আগে গত মঙ্গলবার (২২ মার্চ) এক সিএনজি চালক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর করলে ক্ষোভে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন। আন্দোলনের ডাক দিলে পরে তা প্রক্টরের আশ্বাসে তুলে নেন।
এসএন
