‘শিক্ষার্থীদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে’
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা, প্রতিযোগিতাগুলোর পুরস্কার ও আলোচনা, দোয়া এবং ভালো খাবার দেওয়া হয়েছে।
আজ দিনের শুরুতে বাউয়েট ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, সালাম প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল। এরপর পর্দাথবিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন।
স্বাস্থ্য বিধি মেনে সকাল নয়টায় বাউয়েট স্কাইলাইট হলে শিক্ষক, শিক্ষার্থীগণ, কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভা করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মোঃ মোস্তফা কামাল। প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার্থীদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। স্বাধীনতা অর্জনে শহিদদের আত্মত্যাগ সম্পর্কে নতুন প্রজন্মকে আমরা শিক্ষা দিতে না পারি তাহলে আমাদের এই অর্জন পূরণ হবে না।’
ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো আলোচনা করেছেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহ আলম, ড. রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, ইংরেজির সিনিয়র প্রভাষক মোস্তাক হোসেন, রেজিস্ট্রার দপ্তরের এডমিশন শাখার সহকারী ইনফরমেশন অফিসার মোঃ নাজমুল ইসলাম, এলডিসি মোঃ মোস্তফা কামাল, আইসিই বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান ও ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী রিফাত তামান্না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার আশরাফুল ইসলাম। প্রায় সব বিভাগের প্রায় সব শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রামাণ্য ভিডিও প্রদর্শনী করা হয়েছে।
“মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” রচনা প্রতিযোগিতাসহ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করা প্রতিযোগীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়েছে।
ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। সন্ধ্যার পর থেকে সারা ক্যাম্পাসে আলোকসজ্জায় আলো জ্বেলে উঠেছে।
ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স কমপ্লেক্সসহ সব আবাসিক হলে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে।
ওএস।