গণহত্যা দিবসের বাউয়েট
বাংলাদেশের গণহত্যা দিবস-২৫ মার্চ নাটোরের দয়ারামপুরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করেছে। ক্যাম্পাসে ‘গণহত্যা দিবস-২০২২’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছিল। সবগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের স্কাইলাইট হলে ‘গণহত্যা দিবস-২০২২’র স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে। গণহত্যা দিবসে ১৯৭১ সালের গণহত্যার স্মৃতিচারণ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ সরকার। সহকারী লাইব্রেরিয়ান মোঃ শহীদুল ইসলামের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেছেন পর্দাথবিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন। উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানরা, অধ্যাপকরা ও ছাত্র-ছাত্রীরা।
মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রচার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজের পর শহিদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসটিতে রাত নয়টায় ১ মিনিটের জন্য সব বৈদ্যুতিক আলো নিভিয়ে প্রতিকী ব্ল্যাক আউট পালন করা হয়েছে।
ওএস।