নিজের গড়া বিশ্ববিদ্যালয়ে এলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
লেখা ও ছবি : ইহসানুল কবীর আনিন, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল বুধবার তার নিজের হাতে গড়া বিশ্ববিদ্যালয়ে এসেছেন।
দুপুরে তার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ছাত্র, ছাত্রীদের সঙ্গে আলাপ করেছেন। তাদের আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা চলছে। তিনি এই প্রতিযোগিতা নিয়ে বলেছেন, ‘কোনো ভালো কাজ কখনো একা হয় না। ফলে দলীয় খেলাগুলোসহ বাংলাদেশের সব ধরণের খেলার সংস্কৃতিকে সামনে এগিয়ে যেতে হবে আমাদের। এজন্য গণ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র, ছাত্রী এবং অধ্যাপকদের সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী তার বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র উৎসব উদ্বোধন করেছেন। তার সঙ্গে তখন ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, অনুজীববিজ্ঞানী ও অধ্যাপক ড. বিজন কুমার শীল, গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মনজুর কাদির আহমেদ, জাতিসংঘের জনসংখ্যা পুরস্কারে ভূষিত প্রথম বাংলাদেশী নারী ডা. হালিদা হানুম আক্তার, নামকরা ফটোগ্রাফার হাসান সাইফুদ্দীন চন্দন ও ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রথম প্রচ্ছদ করা বাঙালি ফটোগ্রাফার কে.এম. আসাদ।
ওএস।