মেয়েদের দুটি, ছেলেদের তিনটি ক্রিকেট ম্যাচ হলো গণ বিশ্ববিদ্যালয়ে
লেখা ও ছবি : ইহসানুল কবীর আনিন
বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয়ে ২২ মার্চ, মঙ্গলবার মোট পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি সব আয়োজন করেছে কেন্দ্রীয় খেলার মাঠে। দ্বিতীয় দিনের এই আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতাতে সকালে হয়েছে মেয়েদের খেলা।
প্রথমটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমপিবিই) ব্যাট করতে নেমে ৬৫ রান তুলেছে। এরপর ব্যাট হাতে দারুণ জবাব দিয়ে ফিজিওথেরাপি করেছে ৫৯ রান। দলের হয়ে ম্যাচের সেরা ৩৪ রান করেছেন মারুফা। তবে তিনি জেতাতে পারেননি। ফলে ৬ রানে জয় তুলে নিয়েছে এমপিবিই।
এরপরের ম্যাচে মাইক্রোবায়োলজি বিভাগকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স। প্রথমে ব্যাট করতে গিয়ে তারা নির্ধারিত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছেন ১শ ২ রান। মাইক্রোবায়োলজির নারী ক্রিকেটার পূজা করেছেন ৬৩, সীমান্তও অপরাজিত ছিলেন ৩৬। তাদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের নারী খেলোয়াড়রা। তারা মোটে ৪৩ রানে অলআউট হয়ে গিয়েছেন।
ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতাটি মোট ১০ ওভারের। তাতে রাজনীতি ও প্রশাসন দলগতভাবে ভালো খেলে মোট ৭৩ রান যোগাড় করতে পেরেছে। এরপর ব্যাট করতে নেমে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ তাদের দুই ব্যাটসম্যান বিপুল ২৫ ও রাতুল ২০ রান করায় জয়লাভ করেছে।
এরপরের ম্যাচটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের। প্রথমে ব্যাট করে পাভেল ৩২ ও কিরণ ২৩ রান করায় মোট ১শ ৬ রান করতে পেরেছে ভেটেরিনারি। এরপর ব্যাট করতে নেমে কচ্ছপের মতো ব্যাট করেও অলআউট হয়ে গিয়েছে ইইই মোটে ৩০ রানে। তাতে ৭৬ রানে জয় লাভ করতে পেরেছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ।
শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলা ও ইংরেজি। তার মধ্যে ইংরেজি ভালো দল। তারা প্রথমে ব্যাট করে মোট ১শ ১ রান করতে পেরেছেন। সজীব দলের পক্ষে সবচেয়ে বেশি ২৫ আর রাতুল ১৭ রান করতে পেরেছেন। এরপর চেষ্টা করেও ৮০ রানে আটকে গিয়েছে বাংলা। ফলে ২১ রানে জয়লাভ করেছে ইংরেজি বিভাগ।
ওএস।