শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

প্রকাশকদের ঘুরে দাঁড়ানোর প্রয়াস ফলপ্রসূ হবে

বাংলাদেশের প্রকাশনা শিল্পের মান নিয়ে আমার কোন সংশয় নেই। ২০২০ সালের মার্চ থেকে ২০২২সালের এখন পর্যন্ত করোনার একটি সংক্রমণ সৃজনশীল প্রকাশনাতে খুব ভাল রকম একটি ছোবল দিয়েছে। এতে কোনো সন্দেহ নেই। এই ছোবলের কারণে অনেক প্রকাশকই ক্ষতিগ্রস্থ। তবে সোজা হয়ে দাঁড়াবার জন্য চেষ্টা অব্যাহত আছে। আশা ভরসার জায়গা থেকে ২০২১ সালের বইমেলাটি আমাদের হতাশ করেছে। ২০২২সালের বই মেলার জন্য প্রকাশকেরা আবারও বুকে আশা বেঁধেছিল। প্রথম দিকে একটু বিঘ্নিত হয়েছে। তারপর যাইহোক, ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে মেলা শুরু হলো। আজকে মেলার প্রথমদিন মেলার যে চেহারা দেখলাম, সেটি দুই তিন সপ্তাহের হোক বা আরও বেশি, আমার মনে হচ্ছে বইমেলা ভাল হবে। যদি তাই হয়, তবে করোনার ছোবল থেকে প্রকাশকদের ঘুরে দাঁড়ানোর যে প্রয়াস সেটি ফলপ্রসূ হবে।

প্রকাশকরা কিছুটা এগিয়ে যাবে। তবে করোনা মহামারি সৃজনশীল প্রকাশনাকে যে পরিমাণ ক্ষতিগ্রস্থ করেছে সেটি কাটিয়ে উঠতে সময় লাগবে আরও দুই থেকে তিন বছর অথবা আরও বেশি। ২০২২ সালের ফেব্রুয়ারির বইমেলায় আমরা আশংকা করেছিলাম অনেকেই হয়তো অংশগ্রহণ করবে না। কিছুসংখ্যক যে পাইনি তা নয়, পাশাপাশি আমি সমিতির সভাপতি হিসেবে আমি দেখেছি, প্রচুর সংখ্যক দরখাস্ত এসেছে যারা নিজেদের আরও আপগ্রেটেড করতে চায়। অনেকেই প্যাভিলিয়ন পেতে চায়। নতুন করে ৬৩টি দরখাস্ত পেয়েছি, যারা নতুন করে বইমেলায় অংশগ্রহণ করতে চেয়ে আবেদন করেছে।

গত দেড় দুই দশক ধরে আমরা প্রবীণদের পাশাপাশি নতুন লেখক খুঁজে যাচ্ছি । নতুন লেখা নতুন লেখকের সন্ধান করছি প্রতিনিয়ত। একটি ভাল সংখ্যক নারী লেখক যেন থাকে। অধিক পরিমাণে তরুণ লেখক থাকে। সমসাময়িক উপন্যাস থাকে। প্রকাশকদের জায়গা থেকে আমরা আমাদের চেষ্টাটুকু করে যাচ্ছি। লেখার মানের দিক থেকে, লেখার পরিপক্কতার দিক থেকে, ভ্যারিয়েশনের দিক থেকে আমরা খুঁজে যাচ্ছি ভাল মান সম্পন্ন লেখক। আমি মনে করি, মান আপেক্ষিক বিষয়, যেটি ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয়। একটি লেখাকে কেউ বলবে মান সম্পন্ন আবার কেউ বলবে মান সম্পন্ন নয়।

আপনারা জানেন, রবীন্দ্রনাথের একটি লেখা কলেজে দিয়ে দেওয়া হয়েছিল, কয়টি ভুল আছে বের করার জন্য। কাজেই রবীন্দ্রনাথকেও প্রশ্নবিদ্ধ হতে হয়েছিল।এখন আমরা বলি, বাংলা সাহিত্যকে উনি একটি জায়গায় পৌঁছে দিয়ে গেছেন। কাজেই পন্ডিতেরা তাদের মতো করে ভাববেন। আমরা আমাদের মানদণ্ডে যে বইটি প্রকাশের উপযোগী, সেই বইটি প্রকাশ করবো। লেখা সাহিত্যের মানের দিক থেকে কতটুকু উৎকর্ষ হতে পেরেছে বা পারেনি, এটি সময় বলে দিবে, গবেষকরা বলবেন, পাঠকদের চাহিদা কতটুকু পুরণ করতে পারলো কি পারলো না এ ব্যাপারে পাঠকরা যেমন বলতে পারে, একই সঙ্গে বই বিক্রির হিসাবটিতো প্রকাশকদের কাছে আছে।

বইমেলার সময়সীমা বৃদ্ধির একটি কথা শোনা যাচ্ছে। নিঃসন্দেহে এটি একটি পজিটিভ দিক বলে আমি মনে করি। কারণ একটি দিন বাড়লে, সেদিন যদি দশটি বই বিক্রি হয়, সেটিতো সংখ্যায় বাড়লো। প্রকাশকরা সেটি আশা করছেন। প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছেন। এখন দেখার বিষয় কি সিদ্ধান্ত আসে। আমি মনে করি একটি নির্দিস্ট সময় পর্যন্ত মেলার সময়সীমা বৃদ্ধি পাওয়া ভাল।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, আমাদের শিক্ষা ও সংস্কৃতিক অঙ্গনকে আরও ব্যপকভাবে বাড়াতে হবে। আমরা বইকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছি আরও আগে। আমরা উপজেলা পর্যায়ে উদ্যোগ নিয়েছি। মুজিব বর্ষ উপলক্ষে ৬৪টি জেলায় একযোগে বইমেলার উদ্যোগ নেয়া হয়েছে। এটিও প্রধানমন্ত্রী জানেন। কাজেই কজগুলি হচ্ছে আমাদের। আমি আশাবাদী মানুষ, হতাশ নই।


একথা সত্য, তথ্য প্রযুক্তি আমাদের শিশুদের কিছুটা বই বিমুখ করে ফেলেছে। এমনকি অভিভাবকরাও একথাটি বলছেন। শিশুরা মোবাইল স্মার্ট ফোনের দিকে ঝুঁকছে বেশি। আজকাল শিশুদের এক্সট্রা কারিকুলামের প্রতি তাদের কোন আগ্রহ নেই। অভিভাবকরা যখন বলে তখনতো আর কারোরই এ বিষয়ে কথা বলার প্রয়োজন পড়ে না।

আমাদের প্রকাশনাটিকে সমৃদ্ধ করতে হবে। তা না হলে আমরা মেধা সম্পন্ন মানুষ তৈরি করতে পারবো না। জ্ঞানের পরিধি বাড়াতে পারবো না। তাহলে মেধাসম্পন্ন জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে গেলে, আমাদের ভাল প্রকাশনা করতে হবে। ভাল প্রকাশনা করতে হলে প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট মানুষগুলিকে হতে হবে সৃজনশীল ভাল মানুষ। যারা সৃজনশীল মেধা সম্পন্ন তাদেরকে এই পেশায় আসতে হবে। যারা সৃজনশীল প্রকাশনার নামে কিছু জঞ্জাল সৃষ্টি করছে, তাদের এসব থেকে বিরত থাকতে হবে।

বাংলা একাডেমিতে প্রতিবছর অমর একুশে বইমেলার যে আয়োজন করা হয়, সেই আয়োজনকে ঢেলে সাজাতে হবে। এরকমভাবে প্রকাশনার মানসম্পন্ন, মানহীন, মৌসুমি, সবধরণের প্রকাশককে একসঙ্গে মিলিয়ে একটি বিশাল আয়তনের বইমেলা করার ফলে পাঠকদের বইমেলার প্রতি আগ্রহ দিনে দিনে কমে যাচ্ছে। এত অধিক অংশগ্রহণে অধিক বই বের হচ্ছে। যদি নির্দিষ্ট সংখ্যক বই বের হতো, তবে মানসম্পন্ন বই বের হবে। পাঠকদেরও বই প্রকাশের সুযোগটা ভাল তৈরি হবে। সবকিছু মিলিয়ে এই পদ্ধতিকে কিছুটা সংস্কার করার দরকার আছে। সংস্কারটি আসলে সম্মিলিতভাবে করা দরকার। সেটি সরকারের পক্ষ থেকে যতটা না করা সম্ভব তার চেয়ে বেশি সম্ভব হচ্ছে নিজেরা পরিশুদ্ধ হওয়া। সৃজনশীল প্রকাশনাকে অন্য ব্যবসার সঙ্গে না মিলিয়ে একটি সৃস্টিশীল সেবামূলক ব্যবসা হিসেবে ধরে যারা এই কাজটি করার মন মানসিকতা সম্পন্ন তাদেরই কেবল এই পেশার সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিত, অন্যদের নয়।

 

লেখক: প্রকাশক, সময় প্রকাশন

Header Ad
Header Ad

উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণ-তরুণীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক তরুণী প্রাণ হারিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ প্রান্তের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তরুণ-তরুণী রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলেন। এ সময় ঢাকাগামী ও টঙ্গীগামী দুটি ট্রেন একযোগে রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তরুণী মারা যান।

গুরুতর আহত অবস্থায় তরুণটিকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, উত্তরা থেকে আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

তবে দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Header Ad
Header Ad

জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটিতে ১০ জেলায় বিদ্যুৎ বিভ্রাট

ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে দেশের দক্ষিণাঞ্চলের ১০টি জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের আমিনবাজার এলাকায় জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দেওয়ায় এই বিপর্যয়ের সৃষ্টি হয়। রাত ৮টার পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করে এবং পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হচ্ছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ না থাকায় এইসব অঞ্চলের সাধারণ মানুষকে প্রচণ্ড গরমের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিদ্যুৎনির্ভর সব ধরনের কাজকর্মও ব্যাহত হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে দেশে বড় ধরনের একটি গ্রিড বিপর্যয় ঘটেছিল। সেবার ভারত থেকে আসা বিদ্যুৎ সরবরাহ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে পড়ায় সারাদেশ প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল।

Header Ad
Header Ad

আবারও দুই ধাপে ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছবি: সংগৃহীত

বিভিন্ন দিবস, উৎসব এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে নির্বাহী আদেশের সুবিধা কাজে লাগিয়ে আবারও ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মে মাসে দুই দফায় টানা তিনদিন করে মোট ছয়দিনের ছুটির সুযোগ আসছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ২ ও ৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরা টানা তিনদিনের ছুটি উপভোগ করতে পারবেন।

এছাড়া, আগামী ১১ মে (রবিবার) বুদ্ধ পূর্ণিমার ছুটি রয়েছে। এর আগে ৯ ও ১০ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আবারও টানা তিনদিন ছুটি মিলবে।

এর আগে গত মার্চ-এপ্রিল মাসে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা নয়দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন। সরকার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও একটি অতিরিক্ত ছুটি যুক্ত করেছিল।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। তবে অর্জিত ছুটি বা পূর্বনির্ধারিত ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী তিনদিনের ঐচ্ছিক ছুটি অনুমোদন নিয়ে ভোগ করার নিয়মও চালু আছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণ-তরুণীর মৃত্যু
জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটিতে ১০ জেলায় বিদ্যুৎ বিভ্রাট
আবারও দুই ধাপে ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
পাকিস্তানি হামলার আশঙ্কায় বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন ভারতীয়রা
চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলো বিএনপি
আওয়ামী লীগ ভারতের গোলামী করা দল : নুরুল হক নুর
ইরানের রাজাই বন্দরে শক্তিশালী বিস্ফোরণ, আহত ৫১৬ জন
প্রায় দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
গোবিন্দগঞ্জে মৃত আওয়ামী লীগ নেতার নামে জামাতের মামলা
গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতারের দাবি পুলিশের
নওগাঁর রাণীনগর ও আত্রাই বাসীর গলার কাঁটা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ অবশেষে সংস্কার
যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
গোবিন্দগঞ্জে গাঁজাসহ ট্রাকের চালক-হেলপার গ্রেপ্তার
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তোহা গ্রেপ্তার
নাটকীয়তা শেষে রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা
মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা
গরমে লোডশেডিং নিয়ে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি
র‍্যাফেল ড্রতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক