রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

নানা সংকটে ধুকছে রাজশাহীর নাট্যচর্চা

রাজনৈতিক ও ক্ষমতাকেন্দ্রিক বিভাজন, প্রযুক্তির নেতিবাচক প্রভাব, পৃষ্ঠপোষকতার অভাবসহ নানা সংকটে ধুকছে রাজশাহীর নাট্যচর্চা। তবে সবচেয়ে প্রকট আকার ধারণ করছে কর্মী সংকট। গতানুগতিক ধারা থেকে ডিজিটালাইজেশনে রুপান্তরেও পিছিয়ে এ অঞ্চলের নাট্যচর্চা। এতে ঐতিহ্যবাহী বরেন্দ্র অঞ্চলের সংস্কৃতি চর্চাও দিন দিন স্তিমিত হয়ে পড়ছে।

রাজশাহীর স্থানীয় নাট্যকর্মীদের মতে, বরেন্দ্র ভূমি রাজশাহীতে নাট্যচর্চার ব্যাপক সুযোগ রয়েছে। সম্ভাবনাও প্রচুর। কিন্তু যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। প্রযুক্তির পালে হাওয়া লাগায় নতুন নাট্যকর্মীও তৈরি হচ্ছে না। একটা সময় নাট্যচর্চায় তরুণদের যে প্রাণোচ্ছলতা ও ভালোবাসা ছিল, সেটাও এখন সেইভাবে নেই। সস্তা জনপ্রিয়তার পেছনেও অনেকে ছুটছেন। টিকটক, লাইকির মতো প্ল্যাট ফর্মে অদক্ষ-অশ্লীল আসক্তি সৃজনশীল নাট্যকর্ম সৃষ্টিতে বাধ সাধছে।

রাজশাহীর স্থানীয় মঞ্চকথা থিয়েটারের সাধারণ সম্পাদক হৃদয় রনি বলেন, নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা নাট্য চর্চায় খুব বেশি আগ্রহী না। যারা কাজ করছে, তাদের মাঝেও আর আগের মতো আন্তরিকতা দেখা যায় না। হাতের কাছে স্মার্ট ফোন। এতে এখন আর সেই মানের সৃজনশীল চর্চার জায়গাটাও নেই।

তিনি বলেন, সম্ভাবনা থাকলেও রাজশাহীতে নাট্যচর্চায় সেইভাবে এগোতে পারেনি। এক্ষেত্রে যে সংকটগুলো সেগুলোও প্রায় সবারই জানা। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতাও খুবই কম। এগুলো থেকে উত্তরণের পথ নিজ নিজ জায়গা থেকে নাট্য সংগঠকরা খুঁজছেন বলে মনে করেন তিনি।

রাজশাহী থিয়েটারের সাবেক সভাপতি কামারুল্লাহ সরকার জানান, রাজশাহীতে এক সময় খুব ভালো নাট্যচর্চা ছিল। কিন্তু বর্তমানে সেটা ক্ষয়িষ্ণু। রাজশাহীর নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করতে পারলে নতুন সম্ভাবনা তৈরি হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত নাটক করছি। উৎসবের আয়োজন করছি। আর অনেকেই এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তারা যদি তাদের পূর্বপুরুষদের কথা মনে রেখে সক্রিয় হন তবে নাট্য আন্দোলন আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, রাজশাহীতে বর্তমানে রাজশাহী থিয়েটার, রাজশাহী সাংস্কৃতিক সংঘ, সান্ধ্য প্রদীপ সাংস্কৃতিক একাডেমি, মঞ্চকথা থিয়েটার, রংধনু নাট্য একাডেমি, খেলাঘর, ইলামিত্র শিল্পী সংঘ, ভোর হলো- এই সংগঠনগুলোর অধিকাংশই এখন নিষ্ক্রিয়। যেটা হচ্ছে, সংগঠকরা অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় এখানে সময় দিতে পারছে না। আবার প্রত্যাশা অনুযায়ী নতুন নাট্যকর্মীও তৈরি করতে পারছে না। এ ছাড়া সময়ের সঙ্গে নিজেকে আপডেট করাসহ নানা কারণ আছে। নাট্যচর্চা দিবসে প্রত্যাশা থাকবে এই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে রাজশাহীর নাট্যচর্চায় নতুন এক দিগন্ত রচিত হবে।

রাজশাহীতে স্থানীয় নাট্য সংগঠনগুলোর সঙ্গে একীভূত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠনগুলোও কাজ করে। স্থানীয় নাট্যচর্চাকারীদের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোই বেশি সক্রিয় রয়েছে। আর বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে নাট্য সংগঠক হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নাট্যকার ও নির্দেশক মলয় কুমার ভৌমিক।

তিনি বলেন, নাটক সব সময় সমাজের সত্য তুলে ধরে। এ কারণে তেমন কোনো পৃষ্ঠপোষকতা থাকে না। অনেকটা নিজের খেয়ে বনের বাঘ তাড়ানোর মতো করেই কাজ করেন নাট্যকর্মীরা। আর সংকটের কথা বললে, ১৯৪৭ এর পর থেকেই সংকট আছে। তবে নির্দিষ্ট কোনো সংকট না। রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সকল সংকটই আছে। তবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যখন দীর্ঘ ১৪ বছর ধরে ক্ষমতায়, আর রাজশাহীর মতো বিভাগীয় শহরে একটি ‘আধুনিক নাট্যমঞ্চ’ করা সম্ভব হয়নি। তখন সেটা হতাশার।

তিনি বলেন, রাজশাহীতে নাট্যচর্চা যে একটি লয়ে চলছিল, তা সাম্প্রতিক সময়ের কোভিড-১৯ একটি বড় ধাক্কা ছিল। তবে শুভ দিক হচ্ছে, আস্তে আস্তে সেটা থেকে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু আপেক্ষের বিষয় হলো স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হলেও বিভাগীয় শহর রাজশাহীতে একের অধিক বা ডজন খানেক নাট্যদল তৈরি হয়নি।

মলয় ভৌমিক আরও বলেন, নাটক হলো সাধনা ও অনুশীলনের বিষয়। কিন্তু বর্তমানে যুব সমাজ ও তাদের অভিভাবকরা এ বিষয়টিতে আগ্রহী নয়। একারণে কর্মী পাওয়া যায় না। এ ছাড়াও বিভিন্ন সংকট ও অভিঘাতের চিত্র তুলে ধরে নাট্য আন্দোলনের গতিশীলতার প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি।

এসএন

Header Ad
Header Ad

আজ দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণ  

ছবিঃ ঢাকাপ্রকাশ

ভারত নাকি পাকিস্তান! চ্যাম্পিয়নস ট্রফির উত্তাপ আজ দ্বিগুণ, কারণ মুখোমুখি ভারত-পাকিস্তান! রাজনৈতিক বৈরিতার ছায়া পড়েছে ক্রিকেটেও, ভারত পাকিস্তানে না খেলে দুবাইয়ে নিজেদের ম্যাচ আয়োজন করায় টুর্নামেন্ট পেয়েছে নতুন মাত্রা, বাড়িয়েছে উত্তেজনা।

দুবাইয়ে বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচ শুরুর আগেই শুরু হয়েছে কথার লড়াই। প্রথম ম্যাচে জিতে এগিয়ে ভারত। পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ব্যাকফুটে পাকিস্তান।

ভারত-পাকিস্তান মানেই বারতি উত্তেজনা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্বাগতিক। তবে পাকিস্তানের মাঠে খেলতে অস্বিকৃতি জানানোয় ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। স্বাগতিক হয়েও এই ম্যাচে পাকিস্তান অতিথি। হোম ভেন্যুর স্বাদ নিচ্ছে ভারত। ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ সিমাহীন।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে কোনঠাসা পাকিস্তান। রিজওয়ানদের জন্য ডু অর ডাই ম্যাচ। আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে রেকর্ডটাও পক্ষে নেই। অনুপ্রেরণা শুধু সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা হাতে তোলা। যদিও সেই দলের দুই নায়ক ফখর জামান ও মোহাম্মদ আমির নেই এবার।

তুলনায় অনেকটাই নির্ভার ভারত। পুরো টুর্নামেন্ট এই ভেন্যুতেই খেলবে ব্লু শার্টরা। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া। শুভমান গিল সেঞ্চুরি পেয়েছেন, বোলিংয়ে পাঁচ উইকেট মোহাম্মদ শামির। কথার লড়াইয়ে ঢিলের জবাব পাটকেল ছুড়ছে টিম ইন্ডিয়া।

অনেকটা এগিয়ে থেকেই চিরপ্রতিদ্ব্ন্দ্বীর মোকাবেলা করবে টিম ইন্ডিয়া।

 

 

Header Ad
Header Ad

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার  

সাক্কু মিয়া। ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা সাক্কু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ‍শুক্রবার গভীর রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাক্কু মিয়া বেংগাডুবা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, সাক্কু মিয়া তার প্রথম স্ত্রী রুনা বেগমের যোগসাজসে গত কয়েকমাস ধরে তৃতীয় স্ত্রী সালমা আক্তারের গর্ভজাত সন্তানকে ধর্ষণ করতেন।

গতকাল শুক্রবার রাতে প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে সাক্কু মিয়াকে ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি দল গিয়ে সাক্কুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ও ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Header Ad
Header Ad

দুপুরের মধ্যে ১৪ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

ছবিঃ সংগৃহীত

দেশের ১৪ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আজ দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণ  
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার  
দুপুরের মধ্যে ১৪ জেলায় বজ্রবৃষ্টির আভাস  
সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা জানালো র‍্যাব  
এ বছরই মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : দুদু  
জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনিদের মুক্তি দিল না ইসরাইল  
জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে: উপদেষ্টা ফারুক
দিনাজপুরের বিরামপুরে ৮ জুয়াড়ি গ্রেফতার
চীনে নতুন করোনা ভাইরাসের আবির্ভাব, আবারও মহামারির শঙ্কা
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক বেলায়েত
শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে: মঈন খান
জামায়াত দাবি করে ২১ শে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের: রনি
যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল পুড়িয়ে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ
দীঘি নয়, ‘টগর’ সিনেমায় নায়িকা হচ্ছেন পূজা চেরী
নারী গোয়েন্দার প্রেমের ফাঁদে পড়ে ভারতের গোপন তথ্য ফাঁস (ভিডিও)
নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিহতদের পরিবারের
চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত
ছাত্রদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা