আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব:
ডেস্টেরো যেন ঢাকার কথাই বললো

মা-বাবা এবং একমাত্র সন্তান-তিনজনের সংসার। একই ছাদের নিচে বাস, অথচ কেউ যেন কারও নয়। মা-বাবাই এ কারণে দায়ী। যদিও সন্তান চায় মা-বাবার বিপরীত ধারায় চলতে। সিনেমার গল্পটি শুনলে ঢাকার যে কেউ ভাবতে পারেন যে, এটি ঢাকার গল্প। কারণ ইট-পাথরের নগর জীবনে এমন দৃশ্য এখন ঘরে ঘরে।
চলতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সোমবার (১৭ জানুয়ারি) দর্শকরা এই গল্প দেখেছে 'ডেস্টেরা' সিনেমায়। ১২৩ মিনিটের চলচ্চিত্রটির নির্মাতা মারিয়া ক্লারা।
সিনেমাটি ৩৫ বছরের সমবয়সী ব্রাজিলিয়ান দম্পতি লরা ও ইসরায়েল এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে লুকাসকে নিয়ে।
সোমবার (১৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের সিনেমা অফ দি ওয়ার্ল্ড বিভাগে এই সিনেমাটি প্রদর্শিত হয়।
উৎসবে প্রতিদিন ৭টি ভেন্যুতে দেখানো হচ্ছে স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন দৈর্ঘ্যের চলচ্চিত্র।
'নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্যে গত ১৫ জানুয়ারি শুরু হলো ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ওই দিন সন্ধ্যায় এই মিলনায়তনে ছিল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। ৯ দিনের এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, উইমেন্স ফিল্মমেকার, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ও আধ্যাত্মিক চলচ্চিত্র—এই ১০ বিভাগে ৭০টি দেশের ২২১টি চলচ্চিত্র দেখানোর পরিকল্পনা রয়েছে।
ভেন্যুগুলো হলো, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দু ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সরকারি গণগ্রন্থাগার।
এমএ/এএন
