মেলার ২২তম দিনে নতুন বই এসেছে ৬৪টি
মেলার বাইশতম দিনে বুধবার (২২ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ৬৪টি। গতকাল মঙ্গলবার এ সংখ্যা ছিল ৩০৩টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৪৮টিতে।
আজ বুধবার বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, বুধবার মেলায় গল্প ৪টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ১টি, কবিতা ১৮টি, ছড়া ৩টি, গবেষণা ১টি, জীবনী ২টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ১টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ২টি, ইতিহাস ২টি, রাজনীতি ৩টি, স্বাস্থ্য/চিকিৎসা ১টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ২টি, সায়েন্স ফিকশন ২টি এবং অন্যান্য ৪টি বই নতুন এসেছে।
বৃহস্পতিবারের (২৩ ফেব্রুয়ারি) সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: অমর একুশে বইমেলার ২৩তম দিনে ২৩ ফেব্রুয়ারি (বুধবার) মেলা বিকাল ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে নাসিরউদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষে বঙ্গবন্ধুবিষয়ক কথাসাহিত্য, নাটক ও চলচ্চিত্র এবং জন্মশতবর্ষে বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা ও মুক্তগদ্য চর্চা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মিল্টন বিশ্বাস এবং ফরিদ কবির। আলোচনায় অংশগ্রহণ করবেন গোলাম কুদ্দুছ, রফিকুর রশীদ, সুভাষ সিংহ রায়, সরিফা সালোয়া ডিনা, আলফ্রেড খোকন, মাসুদ পথিক।
এসজি