শরতের আগমনে জবিতে শরৎ উৎসব-১৪২৯
বাংলা ঋতু শরতের আগমন উপলক্ষে ‘শরৎ উৎসব-১৪২৯’ আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।
'শুভ্র-নীল শাড়ি পরে, মেঘের ভেলায় ভেসে, শরৎ এলো শিমুল তুলোয়, কাশফুলের দোলায় নেচে' প্রতিপাদ্যকে সামনে রেখে বাঙালির ঐতিহ্য স্মরণে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও অনুষ্ঠানের সভাপতি ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এমবিএ প্রফেশনাল প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক মো. মিজানুর রহমান।
এসময় বর্ণিল নৃত্য, গান, দলীয় নাচে অংশ নেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়াও গান পরিবেশন করেন 'আবোল-তাবোল' ব্যান্ডের সদস্যরা।
প্রসঙ্গত, ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। শরৎকে ইংরেজিতে "অটাম" বলা হলেও উত্তর আমেরিকায় একে "ফল" নামে ডাকা হয়। পৃথিবীর চারটি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎকাল। উত্তর গোলার্ধে সেপ্টেম্বর মাসে এবং দক্ষিণ গোলার্ধে মার্চ মাসে গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যবর্তী ঋতু হিসেবে শরৎকাল আসে।
এসএন