‘বাংলায়ন সভা’র আসছেন ড. আবুল কাশেম ফজলুল হক
১৯৫২ সালের বাঙালির ভাষা আন্দোলন ও আত্মদানের অমর ‘২১ ফেব্রুয়ারি’, ভাষা সংগ্রাম, অবিস্মরণীয় চেতনা ধারণ করেছে ২১ কবি ও লেখকের সামাজিক, সাংস্কৃতিক ও লেখার সংগঠন ‘বাংলায়ন সভা’।
২০২১ সালের ৪ সেপ্টেম্বর যাত্রা।
‘বাংলা বিশ্বময়’ শ্লোগান।
বাংলা ভাষা ও সাহিত্যের সম্প্রসারণের জন্য কাজ করছেন তারা।
সাহিত্যের নানা বিষয় নিয়ে ‘শিল্প-সাহিত্যের বৈঠক’ শিরোনামে নিয়মিত আয়োজন করেন।
মুখপাত্র শামস সাঈদ। সম্পাদক ফারুক সুমন। সমন্বয়ক লেখক, ভ্রমণবিদ, সমাজকর্মী গাজী মুনছুর আজিজ।
তিনি জানিয়েছেন, ‘এর মধ্যে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’
এবার ‘বাংলায়নের বর্ষপূর্তি’র আয়োজন হবে। ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় আয়োজন-শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে।
বছর উদযাপন আয়োজনের মূল ‘বাংলা ভাষা ও সাহিত্যের বিশ্বায়নে অন্তরায় এবং উত্তরণের পথ’।
প্রধান অতিথির বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের খ্যাতিমান অধ্যাপক, বিশিষ্ট প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একডেমির মহাপরিচালক-নামকরা অভিনেতা ও নাট্যকার লিয়াকত আলী লাকী এবং ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট’র মহাপরিচালক হাকিম আরিফ।
বর্ষপূতি আলোচনায় সভাপতিত্ব করবেন বাংলায়ন সভার মুখপাত্র শামস সাইদ।
অনুষ্ঠানের স্পন্সর ই-শিখনডটকম (eshikhon.com.bd,
ফেসবুকে-www.facebook.com/eshikhon) ও ফ্যাশন হাউজ বালুচর (মোবাইল : ০১৬২৭৭২৬৫২০, ফেসবুকে-www.facebook.com/balucoronlinemarketplace)।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে ড. আবুল কাশেম ফজলুল হক, লিয়াকত আলী লাকী ও হাকিম আরিফসহ বাংলায় সভার কবিদের স্বরচিত কবিতা পাঠ ও মিষ্টিমুখ।
সারগর্ভ এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ : গাজী মুনছুর আজিজ, মোবাইল : ০১৯১১৯৬৯১২৮।
ওএফএস।