‘সেলিম আল দীন বাঙালির কাছে অবিস্মৃত নাম’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেছেন, সেলিম আল দীনের বই ভারতসহ বিভিন্ন দেশে পড়ানো হয়। তিনি আমাদের জন্য গৌরবের। সেলিম আল দীন বাঙালির কাছে অবিস্মৃত নাম।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকার সেলিম আল দীনের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন করার আগে এসব কথা বলেন তিনি।
মোভাযাত্রা উদ্বোধন করার আগে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, সেলিম আল দীন স্যারের মৃত্যু খবর আমাদের জন্য বেদনাদায়ক ছিল। উনি আমাদের একজন অভিভাবক ছিলেন। নাট্যকার হিসেবে বিশ্বে উনি পরিচিত।
এসময় চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বলেন, বাঙালির আচার আচরণ, দৈনন্দিন জীবনযাত্রা, সামাজিক রীতি, নৈতিকতা, উৎসব ইত্যাদিকে গ্রামে গ্রামে ঘুরে তুলে এনে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যযোগ্য করে গড়ে তুরতেন তিনি। এসব কারণে সেলিম আল দীন অনন্য। বাংলা নাটককে তিনি ঔপনিবেশিকতার অবলেশ থেকে মুক্তি দিয়েছেন।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরান কলার সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি মুন্নি চত্বর, পরিবহন চত্বর হয়ে ডেইরি গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থিত নাট্যকার সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ইস্রাফিল আহমেদ, অধ্যাপক হারুন অর রশিদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএন