‘উষার দুয়ারে রক্তের দাগ’
লেখা ও ছবি : ফিচার ডেস্ক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সাবেক ছাত্রী জেবুন নাহার শারমিন জানিয়েছেন, “মুক্তিযুদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবার্ষিকীতে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ’র উদ্যোগে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান।”
তিনি উল্লেখ করেছেন, ‘শোকগাঁথা আছে শোক শ্রদ্ধাজলিতে পূর্ণ আবৃত্তিমালার পাশাপাশি।’
‘শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী ও ব্যক্তিত্বরা।’
“বিশেষ আয়োজনটির নাম ‘উষার দুয়ারে রক্তের দাগ’।”
‘বঙ্গবন্ধু ও তার পরিবারের ৪৭তম শহিদ দিবসের আয়োজন শুরু হয়েছে আজ ১৫ আগষ্ট সকাল ছয়টা ১০ মিনিটে।
ইউটিউবের আয়োজক প্রতিষ্ঠান তাদের ‘আবৃত্তিকার লাইভ (Abrittikar LIVE)’।
‘উষার দুয়ারে রক্তের দাগ’ লিখে ইউটিউবে সার্চ দিলে হবে।
দেখা, শেখা এবং জানার জন্য তাদের ফেস বুক পেইজ https://www.facebook.com/profile.php?id=100057456009641।
‘উষার দুয়ারে রক্তের দাগ’ আছে https://www.facebook.com/100057456009641/videos/468174778471681।
তাদের ইউটিউবে আছে https://www.youtube.com/watch?v=U7Qt5zi9pR8 এই লিংকে।
এই আবৃত্তি আয়োজনের উদ্বোধন করেছেন বাংলাদেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খ্যাতনামা আবৃত্তিকার, বাংলা ছবির সোনালী যুগের নামকরা অভিনেতা, একাত্তরের শব্দ সৈনিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কর্মী সৈয়দ হাসান ইমাম।
শোকার্ত স্মৃতিকথন করেছেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বাংলাদেশ বেতারে কর্মরত মনোয়ার হোসেন খান ও প্রণবচন্দ্র রায়।
আবৃত্তি ও শোক গাঁথা পরিবেশন করেছেন মাসুক এ সাত্তার কল্লোল, নাজমুল আহসান, আবু নাছের মানিক, মাসুম আজিজুল বাসার, মজুমদার বিপ্লব, ফারুক তাহের, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও সুকান্ত গুপ্ত।
চট্টগ্রামে আবৃত্তির অন্যতম কর্মী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা আবৃত্তিশিল্পী, সংগঠক শারমিন জানিয়েছেন, ‘শোকাবহ আগষ্টে এ আমাদের বিশেষ নিবেদন।’
ওএফএস।