আসছে নতুন ধারাবাহিক উপন্যাস ‘নেই দেশের নাগরিক’
রোহিঙ্গা শরণার্থীদের জীবন কাহিনি নিয়ে লেখা ভারতীয় কথাসাহিত্যিক সৌরভ হোসেনের উপন্যাস ‘নেই দেশের নাগরিক’ শিগগিরই প্রকাশিত হবে।
উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশ করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল ঢাকাপ্রকাশ।
উপন্যাসটি একটি উদ্বাস্তু রোহিঙ্গা পরিবারের ভিটে ফিরে পাবার জীবনকে কেন্দ্র করে রচিত। পরিবারটি মিয়ানমার সেনাদের ভয়ে নৌকোতে করে নাফ নদীতে পালিয়ে আসবে। তারপর সেই নৌকোতে করেই তারা আবারও দেশে ফেরার চেষ্টা করবে কিন্তু মিয়ানমার সেনাদের ভয়ে ফিরতে পারবে না। আবার এপারে বাংলাদেশ সরকারও আর তাদের আশ্রয় দিতে পারবে না। কারণ শরণার্থী শিবিরগুলো রোহিঙ্গা শরণার্থীদের ভিড়ে ইতোমধ্যেই ঠাসা। ফলে পরিবারটিকে নাফ নদীতেই দুর্বিষহ জীবন কাটাতে হবে। তাদের জীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়ে যাবে উপন্যাসটির কাহিনি।
উপন্যাসটি প্রসঙ্গে কথাসাহিত্যিক সৌরভ হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, রোহিঙ্গাদের অতীত ও বর্তমান ইতিহাসকে তুলে ধরা হয়েছে উপন্যাসে। এ জন্য অনেক পত্র-পত্রিকা ও গ্রন্থের সহযোগিতা নিয়েছি। আশা করি পাঠকরা একটি জীবনঘনিষ্ঠ উপন্যাস উপভোগ করতে পারবেন।
কথাসাহিত্যিক সৌরভ হোসেনের জন্ম ১৯৮৫ সালের ৩রা মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত দস্তুরপাড়া গ্রামে। তার প্রথম গল্প প্রকাশিত হয় স্কুল ম্যাগাজিনে। ভারতের 'দেশ' পত্রিকায় তার লেখা বেশ কিছু গল্প, কবিতা ও রম্যরচনা প্রকাশিত হয়েছে। ‘কমরেড’ এবং সম্প্রতি ‘যে শহরে একদা বাঙালি ছিলেন’ গল্প দুটি দেশ পত্রিকায় প্রকাশের পর পাঠক মহলে দারুন জনপ্রিয়তা পায়। তার ‘লাল ঘোড়া’ গল্পটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক ‘THE ANTONYM’ ম্যাগাজিনে। এ ছাড়াও ভারতের দৈনিক এইসময়, সাপ্তাহিক বর্তমান, গল্পগুচ্ছ, একুশ শতক, নতুন কৃত্তিবাস, কালি ও কলম, নন্দন, আরম্ভ, দৈনিক পুবের কলম, দৈনিক দিনদর্পন, গল্পপাঠ, আপনপাঠ ইত্যাদি প্রথম শ্রেণির পত্র -পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়েছে। আরম্ভ, নন্দন এবং সৃষ্টির একুশ শতক পত্রিকায়ও তার উপন্যাস প্রকাশিত হয়েছে।
তার প্রকাশিত গল্পগ্রন্থ 'কমরেড ও অন্যান্য গল্প' অভিযান পাবলিশার্সে এবং জমিনের আরশ সৃষ্টিসুখ প্রকাশন প্রকাশ করে। এ ছাড়াও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ২০২২ এ প্রকাশ হয় ‘নবস্পন্দন গ্রন্থমালা’ বিভাগে সৌরভ হোসেনের গল্প।
আরএ/