আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল দাবিতে মানববন্ধন
খুনের অভিযোগে অভিযুক্ত মো. আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাহিত্য-সংস্কৃতি কর্মীরা। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শ্রাবণ প্রকাশনীর স্টলের সামনে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে দেয়া বক্তব্যে প্রকাশক রবীন আহসান বলেন, এই আমির হামজা সাবেক সেনা শাসক জিয়াউর রহমানকে নিয়ে কবিতা লিখেছিলেন। এখন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। একজন খুনি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এটি একটি জঘন্য কাজ হয়েছে। স্বাধীনতা পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে। এটি বাতিল করতে হবে।
এসময় পুরস্কারের জন্য বিদ্যমান মনোনয়ন প্রক্রিয়ারও সমালোচনা করেন তিনি। তিনি মনোনয়ন প্রক্রিয়ার স্বনামধন্য লেখক-সাহিত্যিকদের যুক্ত করার দাবি জানান।
উল্লেখ্য ১০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ দিচ্ছে সরকার। গত মঙ্গলবার (১৫ মার্চ) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাহিত্যক্ষেত্রে পুরস্কার দেওয়া হচ্ছে মরহুম মো. আমির হামজাকে।
এ বিষয়ে আরও পড়ুন :
সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাওয়া আমির হামজা কে?
এমএ/এপি