৩ প্রামাণ্যচিত্র পুরস্কৃত
শেষ হলো ১০ম লিবারেশন ডকফেস্ট
মুক্তিযুদ্ধ জাদুঘরআয়োজিত দশম লিবারেশনডকফেস্ট শেষ হলো। মঙ্গলবার (১৫ মার্চ) সমাপনী অনুষ্ঠানে তিনটি প্রামাণ্যচিত্রকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিত্র গ্রাহক আফজাল চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর, ডা. সারওয়ার আলী, মুফিদুল হক ও উৎসব পরিচালক তারেক আহমেদ।
এবারের প্রামাণ্যচিত্র উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনূর্ধ্ব এক ঘন্টার প্রামাণ্যচিত্রের প্রতিযোগিতা হয় যা তিনটি বিভাগে নির্মাতাদের পুরস্কৃত করা হয়। আন্তর্জাতিক বিভাগে সেরা প্রামাণ্যচিত্র হচ্ছে 'রুম উইদাউট অ্যা ভিউ' এবং পরিচালক রোস্টার কোরেলা। এ বিভাগে বিজয়ী চলচ্চিত্র নির্মাতাকে ১০০০ ডলার পুরস্কার দেওয়া হয়।
এরপর জাতীয় পর্যায়ের দুটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো হচ্ছে-’দ্য রিভ্যাম্প এবং ’হিয়ার ইজ নো ওয়ান’।
এবারের উৎসবে ১৯৬টি দেশ থেকে প্রায় ২২০০টি প্রামাণ্যচিত্র সংগ্রহ করা হয়, যার মধ্য থেকে ৪০টি দেশের ১৪০টি প্রামাণ্যচিত্র এই উৎসবে প্রদর্শিত হয়। অনলাইনে রেজিস্ট্রেশনের পাশাপাশি চলচ্চিত্রপ্রেমীরা মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে সশরীরে চলচ্চিত্র উপভোগ করতে পেরেছেন। চলচ্চিত্র নির্মাতা বা এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও এই উৎসবে ঢাকার বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়।
শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্যই ছিল তরুণ প্রজন্মের কাছে এই মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্রগুলো তুলে ধরা।
এপি/এমএমএ/