বইমেলায় এলো জাকির হোসেনের ‘গণমাধ্যমে বিদ্রোহী মার্চ’
অমর একুশে বইমেলায় এসেছে সাংবাদিক জাকির হোসেনের ‘গণমাধ্যমে বিদ্রোহী মার্চ’। বইটি মূলত একাত্তরের অগ্নিঝড়া মার্চের ঘটনা সমূহের বর্ণনা।
একাত্তরের মার্চ মাসেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা পেয়েছে জাতি। মূলত পহেলা মার্চ থেকেই পূর্ব পাকিস্তানের উপর পশ্চিমা সামরিক জান্তার নিয়ন্ত্রণ সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। সম্পূর্ণ কর্তৃত্ব চলে যায় বঙ্গবন্ধুর হাতে।
একাত্তরের গণমাধ্যমে মূল দৃষ্টি ছিল সাড়ে সাত কোটি বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর। তিনি যা বলতেন এবং যেসব নির্দেশনা দিতেন তা প্রধান খবর হিসেবে প্রকাশ হতো। এ বইটি তারই প্রামাণ্য দলিল।
বইটির লেখক জাকির হোসেন পেশায় সাংবাদিক। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জনপ্রিয় পত্রিকায় কলাম, নিবন্ধ ও প্রবন্ধ লিখছেন। রাজনীতি তার প্রিয় বিষয়। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত হন। স্বৈরাচারবিরোধী গণআন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি গবেষণা করছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং বাংলাদেশে সামরিক জান্তাদের উত্থান-পতন ও ষড়যন্ত্রের রাজনীতি নিয়ে।
এর আগে জাকির হোসেনের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে–একুশের কবিতা সংকলন, আতাউস সামাদ: জীবনে ও পেশায় এবং মানুষের মানচিত্র (ফয়েজ আহমদের জীবনালেখ্য), ষড়যন্ত্রের জালে বিপন্ন রাজনীতি (গবেষণা সহযোগী)।
‘গণমাধ্যমে বিদ্রোহী মার্চ’ বইটি প্রকাশ করেছে আলোকায়ন (স্টল নম্বর ৪৫৬)। প্রচ্ছদ এঁকেছেন মুকুল রেজা। মূল্য: ৫০০ টাকা।
আরইউ/এসএ/