বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

চেকিংয়ের নামে যত্রতত্র গাড়ি থামানোয় যানজট, ভোগান্তি চরমে

স্পিডে বাইক চলছে। হুট করে সামনে এসে দাঁড়িয়ে গেল ট্রাফিক পুলিশ। তড়িঘড়ি করে ব্রেক কষল বাইকার। এতে পেছনে গাড়িগুলোকেও দ্রুত ব্রেক চাপতে হলো। একটুর জন্য একটির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগল না।

এমন দৃশ্য এখন রাজধানীর প্রায় সর্বত্র। ঈদকে কেন্দ্র করে এমন ঘটনা আরও বেড়েছে। গতিতে থাকা গাড়ি বা মোটরবাইক সিগনাল দেওয়ার সঙ্গে সঙ্গে না থামাতে পারলেও সমস্যা। মনে করা হয় পালিয়ে যাচ্ছিল। এর ফলে অহেতুক হয়রানি করারও অভিযোগ গাড়িচালক ও বাইকারদের।

গত শনিবার (১৫ এপ্রিল) কারওয়ান বাজারে বেসরকারি টেলিভশন চ্যানেল বাংলাভিশনের সামনে দিয়ে কারওয়ান বাজার মোড়ের রাস্তা দিয়ে মোটরসাইকেলে আসছিলেন মো. আশরাফুল আলম রিপন। কারওয়ান বাজার মোড়ে আসার পথে রাস্তায় সিগন্যাল দেয় ট্রাফিক পুলিশ। তিনি ট্রাফিকের কথায় দাঁড়িয়ে যান। এ সময় ট্রাফিক পুলিশের সদস্য তৌহিদুল ইসলাম তার কাছে গাড়ির কাগজ চান এবং তিনি কাগজও দেন।

আশরাফুল ওই ট্রাফিক সদস্যকে বলেন, আপনি তো ট্রাফিকের সদস্য, সার্জেট না, তাহলে কাগজ দিয়ে কী করবেন? এটা বলার পর ট্রাফিক সদস্য তৌহিদুল তার উপর চড়াও হন এবং তাকে অকারণে অনেক সময় ধরে আটকে রাখেন।

একই ওয়ান ওয়ে রাস্তা দিয়ে আসছিলেন প্রাইভেট চালক মনির হোসেন। মনিরের গাড়িটি আগের নিয়মেই সিগন্যাল দেন ট্রাফিকের সার্জেন্ট মনজুর ওবায়দুল। ঘটনাস্থলে মনিরের সঙ্গে ঢাকাপ্রকাশ-এর কথা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাই রাস্তায় চলার মতো অবস্থা নাই। রোজার শুরুতেই কিছু কিছু এলাকার ট্রাফিক পুলিশের সার্জেন্টরা অযথা গাড়ি চেক করে হয়রানি করছেন। অনেক সময় ট্রাফিক সদস্যরা বিভিন্ন ইশারায় টাকা চান। যদি সেটা কেউ না বোঝে তাহলে অযথা রাস্তায় সময় নষ্ট করেন এবং মামলার ভয় দেখান। ফলে অনেকেই বাধ্য হয়ে তাদের কিছু ‘খরচ’ দেন যেটা আমি ও মাঝে মধ্যে দিয়ে থাকি।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ও বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া যায়। চালকদের অভিযোগ, এমনিতেই রমজানে রাস্তায় যানজট থাকে তারপর আবার যেখানে সেখানে ট্রাফিকের গাড়ি চেক করার কারণে তৈরি হচ্ছে আরও বেশি যানজট।

অবশ্য, এসব বিষয় নিয়ে ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সুনির্দিষ্টভাবে যদি কেউ অভিযোগ করে তাহলে ওই সব ট্রাফিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তা ছাড়া, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কারওয়ান বাজারে কথা হয় ট্রাফিক পুলিশের সদস্য সোবহানের সঙ্গে। সোবহান বলেন, অনেক সময় গাড়ি উল্টাপাল্টা আসে এজন্য আমরা তাদের ধরে মামলা দিয়ে থাকি। আপনারা কি সার্জেন্ট? সার্জেন্ট ছাড়া কি মামলা দিতে পারেন?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রথমে গাড়ি আটক করি পরে সার্জেন্টকে ডাকি, সার্জেন্ট এসে চেক করে মামলা দেন।

সাধারণ চালকদের অভিযোগ আপনি অনেক সময় টাকা চান আসলে এটা কতটুকু সত্যি? এমন প্রশ্নের জবাবে সোবহান বলেন, এসব আমরা করি না। যারা এই অভিযোগ করেছেন তারা মিথ্যা কথা বলছেন। আপনি আমাদের বড় স্যারদের সঙ্গে কথা বলেন।

শুধু কারওয়ান বাজার নয় ঈদকে সামনে রেখে ট্রাফিক পুলিশের সদস্যরা যেখানে সেখানে গাড়ি চেক করছে এমনটা অভিযোগ করে তিতুমীর কলেজের ছাত্র পাঠাও চালক রেজাউল করিম ঢাকাপ্রকাশ-কে বলেন, আমি শাহবাগ থেকে মহাখালী আসার পথে এ পর্যন্ত ট্রাফিক পুলিশ ৪ বার আমার গাড়ি চেক করেছে। কাগজপত্র সব ঠিক থাকায় তারা এই গরমে শুধু শুধু আমাকে হয়রানি করল।

শ্যামলীতে মোবারক নামের এক ট্রাফিক পুলিশ অতিরিক্ত গাড়ি চেক করছে এমনটা জানিয়ে আশুলিয়ার প্রাইভেট চালক শরিফুল ইসলাম বলেন, আমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে বলেছি। তারপরও ওই ট্রাফিক সার্জেন্ট মোবারক রাস্তায় অযথা গাড়ি থামিয়ে আমার মতো অনেক মানুষের সময় নষ্ট করছেন এবং গরমে কষ্ট দিচ্ছেন।

বেসরকারি চাকরিজীবী তুষার হোসেন নামের এক ব্যক্তি জানান, রাস্তায় এখন বের হওয়ার মতো অবস্থা নেই। ঈদকে সামনে রেখে মনে হয় ট্রাফিক পুলিশের যেখানে সেখানে গাড়ি চেক করার কাজ বেড়েছে। তারা যানজট নিরসন না করে গাড়ি চেক করার দিকে বেশি খেয়াল দিচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, ঈদে এলে তাদের নজর সড়কের থেকে যানবাহনের দিকে চলে যায়।

বাংলামোটর থেকে শাহাবাগ যাচ্ছিলেন সাফায়েত নামের এক চালক। তাকে চলন্ত অবস্থাতেই ডিউটিরত ট্রাফিকের এক সদস্য দাড়াতে বলেন এবং চেক করেন। সাফায়েতকে অনেক সময় ধরে রাস্তায় দাঁড় করিয়ে রাখেন তিনি।

এ সময় ক্ষিপ্ত হয়ে সাফায়েত বলেন, আমার অপরাধ কী? আমাকে ধরেছেন কেন? তার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দাঁড়ান সার্জেন্ট স্যার আসুক তিনি কাগজ দেখবেন এবং আইনগত ব্যবস্থা নেবেন।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক হাইকোর্ট মোড়ে ডিউটিরত ট্রাফিকের এক সার্জেন্ট বলেন, আমাদের ট্রাফিক কনস্টেবলরা অনেক সময় আমাদের অনুমতি ছাড়া গাড়ি থামিয়ে চেক করেন, যার কারণে আমাদের ট্রাফিক সার্জেন্টেদের সমস্যায় পড়েতে হয়।

তিনি বলেন, বেশ কিছু দিন আগে আমার এক ট্রাফিক কনস্টেবল একদিন রাতে একটি ট্রাক থেকে ২০০ টাকা নিয়েছিল বলে জানতে পারি। ওই সময় আমি রাতে খেতে গুলিস্তান মোড়ে গিয়েছিলাম। পরে টাকা নেওয়া ভিডিওটা ভাইরাল হয় আর আমি উপর মহলের চাপে পড়ি। তাদের জন্য আমাদের সার্জেন্টদের বদনাম হচ্ছে।

এই বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) মনিবুর রহমান বলেন, ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক কনস্টেবল সব সময় রাস্তায় কাজ করেন। অনেক সময় চালকেরা অনিয়ম করে ওই সব অনিয়মের কারণে তারা বিভিন্ন যানবাহনের বা ড্রাইভিং লাইসেন্সের নামে মামলা দেয়। এসব মামলার কারণে অনেকেই ক্ষিপ্ত হয়ে তাদের নামে মিথ্যা অভিযোগ দেন।

তা ছাড়া, রোজার সময় রাস্তায় একটু যানজট বেশি হয়। তবে কোন ট্রাফিক পুলিশ যদি কাউকে হয়রানি করে বা টাকা পয়সার দাবি করছে এমন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে বা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়, যোগ করেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘ট্রাফিক পুলিশের বিরুদ্ধে কোনো হয়রানি বা ঘুষের কোনো অভিযোগ এলে অথবা সেটা প্রমাণ হলে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হয় এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।’

আরইউ/এমএমএ/

Header Ad

ভারতে বেড়েছে মুসলিম, কমছে হিন্দুদের সংখ্যা: রিপোর্ট

ছবি: সংগৃহীত

ভারতে গত ৬৫ বছরে হিন্দু জনগোষ্ঠী কমেছে। অন্যদিকে এই সময়ের মধ্যে বেড়েছে সংখ্যালঘু বা মুসলিমদের সংখ্যা। ১৯৫০ থেকে ২০১৫ পর্যন্ত ভারতের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ।

১৯৫০ সালে ভারতে মুসলিম ছিল ৯.৮৪ শতাংশ। এরপর ২০১৫ সাল পর্যন্ত মুসলিমদের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার ১৪.১৫ শতাংশ মুসলিম। শিখ জনসংখ্যা ১.২৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১.৮৫। বৃদ্ধির হার ৬.৫৮ শতাংশ। এছাড়া খ্রিষ্টান জনসংখ্যা ৫.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের পরিসংখ্যান বলছে, ভারতে খ্রিষ্টান জনসংখ্যার হার ২.২৪ থেকে ২.৩৬ শতাংশ হয়েছে।

অন্যদিকে ১৯৫০ সালে ভারতের নাগরিক ছিলেন ৮৪ শতাংশ হিন্দু। পরের ৬৫ বছরে এই চিত্রটা পালটে গেছে। ২০১৫ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৮ শতাংশ কমেছে হিন্দুর সংখ্যা।

এই সমীক্ষাতে দেখা গেছে, মিয়ানমারেও সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা প্রায় ১০ শতাংশ কমেছে, এছাড়া হিন্দু জনসংখ্যা কমেছে নেপালে। ১৬৭টি দেশের সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সঙ্গে তুলনা করে এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইজরি কাউন্সিল।

এতে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় হিন্দুদের সংখ্যা ভারতে ধারাবাহিকভাবে কমেছে। এতে আরও বলা হয়েছে, এই রিপোর্ট প্রমাণ করছে, ভারতে সংখ্যালঘুরা কেবলমাত্র সুরক্ষিতই নয় বরং সংখ্যার হারে ক্রমবর্ধমান।

এদিকে, ভারতেরে উল্টো চিত্র বাংলাদেশ ও পাকিস্তানে। এই দুই দেশে সংখ্যালঘুদের সংখ্যা (হিন্দু) বেড়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশে ১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ১৮.৫ শতাংশ হিন্দু নাগরিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানে সংখ্যালঘু বেড়েছে ৩.৭৫ শতাংশ। এই ৬৫ বছরের মধ্যে আফগানিস্তানে হিন্দুদের সংখ্যা বেড়েছে ০.২৯ শতাংশ। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ইন্ডিয়া

নির্বাচনে হেরে গেলেন সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের খালাতো ও মামাতো ভাই

সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের খালাতো ও মামাতো ভাই বাঁ থেকে হারুনার রশিদ হীরা ও খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। ছবি : ঢাকা প্রকাশ

প্রথম ধাপে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী এবং টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের সংসদ সদস্য ড. মো: আব্দুর রাজ্জাকের খালাতো ভাই হারুনার রশিদ হীরা ও মামাতো ভাই খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন পরাজিত হয়েছেন। তাদের দুই জনকে পেছেনে ফেলে বিজয়ী হয়েছেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।

বুধবার (৮ মে) রাতে ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনের ফলাফল ঘোষণা কক্ষ থেকে বিজয়ী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ তালুকদার সবুজের নাম ঘোষণা করা হয়। ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বিজয়ী প্রার্থী ওয়াদুদ তালুকদার সবুজ পেয়েছেন ৩০ হাজার ৭৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের প্রার্থী এবং সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের খালাতো ভাই হারুনার রশীদ হীরা ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট এবং মামাতো ভাই খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৬৫০ ভোট।

এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৬১ ভোট এবং অপর চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম হেলিকাপ্টার প্রতীকে পেয়েছেন ১৫৪৪ ভোট।

এই উপজেলায় দুই ভাইয়ের মধ্যে খালাতো ভাই হারুনার রশীদ হীরাকে সমর্থন জানিয়েছিল টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

শুধু তাই নয়, হীরার পক্ষে নির্বাচনের আগে প্রচার-প্রচারণা করে তার পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন সাবেক কৃষিমন্ত্রী। এমন অভিযোগ করেছিলেন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। এক খালাতো ভাইকে সমর্থন দেওয়ায় মামাতো ভাই ক্ষুব্ধ হয়েছিলেন।

এদিকে, ধনবাড়ীতে মামাতো-খালাতো ভাই নির্বাচনে ভোটে পরাজিত হলেও মধুপুরে তার মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, জেলায় ৩ টি উপজেলায় প্রথমধাপে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গোপালপুর উপজেলায় একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিটস্ট্রোকে মৃত্যুবরণ করায় ওই উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। ফলে ধনবাড়ী ও মধুপুর দুইটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনে পর্যাপ্ত সংখ্যা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল। নির্বাচনে মধুপুর উপজেলায় ইয়াকুব আলী এবং ধনবাড়ীতে আব্দুল ওয়াদুদ তালুকদারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় ধাপে ২১ মে জেলার ভূঞাপুর, কালিহাতী ও ঘাটাইল উপজেলা পরিষদ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের সফরে আগামীকাল শুক্রবার সকাল ৭টায় গোপালগঞ্জে যাত্রা করবেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

জানা গেছে, সফরকালে নির্বাচনী এলাকায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। এছাড়া আওয়ামী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।

সর্বশেষ সংবাদ

ভারতে বেড়েছে মুসলিম, কমছে হিন্দুদের সংখ্যা: রিপোর্ট
নির্বাচনে হেরে গেলেন সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের খালাতো ও মামাতো ভাই
শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
'পুনর্জন্ম'র প্রযোজক রূহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন
চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক
২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানেই অলআউট
পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত
সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১০০, নিখোঁজ শতাধিক
বায়ার্নকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
হজের প্রথম ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৯ হজযাত্রী
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা
বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু সাঈদ
গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
দুই দিনের ঢাকা সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব