শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দুদকের মামলার চার্জশীট থেকে ৮ জনের নাম কর্তনের সুপারিশ,দুদক কমিশন গ্রহণ না করেই রিপোর্ট ফেরত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার খয়রাতির চালের ২২ কোটি টাকা আত্নসাতের মামলায় দুদকের চার্জশীট থেকে ৮ জনের নাম কেটে নিতে কোটি টাকা খরচের অভিযোগ। 

২০১৬-১৭ অর্থবছরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ধর্মীয় অনুষ্ঠানের অনুকূলে জিআর চাল ৫,৮২৩ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়। যার তৎকালীন বাজার মূল্য ২২ কোটি টাকার অধিক। এই পুরো অর্থ আত্মসাতের ফলে প্রথমে অভিযোগ যায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে। স্মারক নং- গাইবান্ধা/অনুঃ (তদন্ত-১)/৩০৮২৮, তারিখ-১২/১০/২০১৭। এই স্মারকের ফরওয়ার্ডিংটি পরিসমাপ্তির (দায়মুক্তি) জন্য সুপারিশ করে দুদকের প্রধান কার্যালয়ে, (স্মারক নং-০০.০১.৩২০০.৭২১.০১.০২৯, তারিখ-১৭/০৫/২০১৭)। কিন্তু দুদক কমিশন সভায় দায়মুক্তির কোন উপযুক্ত ব্যাখ্যা না পেয়ে (পুনঃ) তদন্ত করার জন্য দুদক প্রধান কার্যালয় হতে সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে দুই সদস্যের কমিটি অনুমোদন করেন। যার নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও অপর সদস্য হলেন উপ সহকারী পরিচালক মোঃ নুর আলম। এই কমিটি দন্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের ৫(২) ধারায় ১৯টি পৃথক মামলা করার জন্য সুপারিশ করেন। যার মধ্যে ১৬জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ১ জন ওয়ার্ড কাউন্সিলর, ১ জন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। পরবর্তীতে সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের বদলি হওয়ার কারণে ২০২১ সালের ৩০শে আগষ্ট সহকারী পরিচালক হোসাইন শরীফ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে ১টি মামলা করেন। মামলার পরবর্তী তদন্তের দায়িত্ব আবারও দেওয়া হয় সহকারী পরিচালক হোসাইন শরীফকে। এরপর সকল আসামি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও পরবর্তীতে আর নিম্নকোর্টে আর সেলেন্ডার করে নাই। এর মধ্যে সকল আসামি নাম কেটে নেওয়ার তদবির শুরু করেন। অনেক আসামি চার্জশীট থেকে নাম কেটে নিতে সক্ষম হলেও অনেকেই পারি নাই।

এই মামলার অনুসন্ধান করতে গিয়ে ঢাকা প্রকাশ জানতে পারে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুর হতে চার্জশীট থেকে যে ৮ জনের নাম কর্তন বা অবমুক্তির জন্য ঢাকায় দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে তারা হলেন, (১) জনাব মোঃ মোশাহেদ হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ১ নং কামদিয়া ইউপি (২) জনাব মোঃ রেজাউল করিম (রফিক), সাবেক চেয়ারম্যান ২ নং কাটাবাড়ি ইউপি  (৩) জনাব মোঃ তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ৩ নং সাখাহার ইউপি  (৪) জনাব মোঃ আব্দুল লতিফ সরকার, সাবেক চেয়ারম্যান ৪ নং রাজাহার ইউপি  (৫) জনাব মোঃ শাহদাত হোসেন, সাবেক চেয়ারম্যান ১০ নং রাখালবুরুজ ইউপি  (৬) জনাব মোঃ মোশারফ হোসেন, সাবেক চেয়ারম্যান ১৪ নং কোচাশহর ইউপি  (৭) জনাব মোঃ আমির হোসেন শামীম, সাবেক চেয়ারম্যান ১৭ নং শালমারা ইউপি (৮) মোছাঃ গোলাপী বেগম, সাবেক কাউন্সিলর গোবিন্দগঞ্জ পৌরসভা।

নাম প্রকাশ না করা শর্তে, গোবিন্দগঞ্জের পেশাজীবী সংগঠনের এক নেতা বলেছেন, শুনেছি দুদকের চার্জশীট থেকে ৮ জনের নাম কেটে নিতে ২ কোটি টাকার অধিক খরচ হইছে। তিনি আরও বলেন, প্রত্যেক আসামী এই ২২ কোটি টাকার ভাগ খেয়েছে, কেউ কম আর কেউ বেশি। কোন আইনে চার্জশীট থেকে নাম কাটা হইছে তা আমার বোধগম্য নয়। অপরাধীরা মাফ পেলে দুদকের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাবে বলে তিনি মনে করেন।

তবে দুদকের প্রধান কার্যালয়, এই চার্জশীটের রিপোর্ট গ্রহণ না করে কয়েকটি কোয়ারী দিয়ে পুনরায় রিপোর্ট দেয়ার জন্য সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে প্রেরণ করেন।

এই বিষয়ে সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক হোসাইন শরীফের সাথে কথা বললে তিনি বলেন, হেড অফিস থেকে কিছু কোয়ারী দিয়েছে সেগুলোর জবাব দিয়ে আমরা কিছু দিনের ভিতর পুনরায় রিপোর্ট হেড অফিসে প্রেরণ করবো। নাম কর্তনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এছাড়াও সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানকে একাধিক বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

 

Header Ad

হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার রাতভর এই বিমান হামলা চালানো হয় বলে জানায় আইডিএফ।

এতে হিজবুল্লাহর ১০০টির বেশি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে বলে দাবি তেল আবিবের। মাহমুদিয়া, কাসার আল-আরুশ এবং বিরকেট জাব্বুরের মতো শহরগুলোয় চলে এই অভিযান।

হোয়াইট হাউস বলেছে, সংকটের কূটনৈতিক সমাধান অর্জন সম্ভব এবং সেটিই জরুরি। এছাড়া ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানিয়েছে ব্রিটেনও।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়ের এক ব্রিফিংয়ে বলেছেন, সংঘাত ও উত্তেজনার ‘সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে ভীত এবং উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র।

এদিকে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই অভিযানে তাদের যুদ্ধবিমানগুলো দুই ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণ লেবাননে শত শত মাল্টিপল রকেট-লঞ্চার ব্যারেলে আঘাত করেছে যেগুলো কিছুক্ষণের মধ্যেই ইসরাইলের দিকে নিক্ষেপ করা হত।

গত বছর ৭ অক্টোবরের পর লেবাননে এটিই সবচেয়ে বড় হামলা ইসরায়েলের। প্রয়োজনে সামরিক হামলার পরিধি আরও বাড়ানো হবে বলে জানান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।

১৪৯ রানেই অলআউট বাংলাদেশ, ফলো-অন করায়নি ভারত

ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৪৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাতে ফলো অনে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

ভারতের শক্তিশালী বোলিং লাইনের বিপক্ষে দুই সেশনও বোলিং করতে পারল না বাংলাদেশ। তবে বেশিরভাগ উইকেটে ভারতের বোলারদের কৃতিত্বের চেয়ে বাংলাদেশি ব্যাটারদের ভুলটাই ছিল বেশি। ফলাফল, ১৪৯ রানে অলআউট।

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে অলআউট হয়েছে বাংলাদেশ। ভারতের চেয়ে ২২৭ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছে টাইগাররা।

দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমে ভারতকে ৩৭৬ রানের মধ্যে অলআউট করে বাংলাদেশ। তাসকিন আহমেদের তোপে আগের দিনের ৩৩৯ রানের সঙ্গে ২৭ রান যোগ করতেই অলআউট হয় স্বাগতিকরা।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ পেয়েছেন তিন উইকেট।

জবাব দিতে নেমে শুরু থেকেই দিশেহারা বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ছাড়া টপ অর্ডারের কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ৪০ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। জাসপ্রীত বুমরাহ এবং আকাশ দীপের তোপে ৪০ রানে প্রথম ৫ উইকেট হারায় টাইগাররা।

প্রথম ওভারে সাদমানকে ফিরিয়ে শুরুটা করেন জাসপ্রীত বুমরাহ। জাকির হাসানকে নিয়ে শান্ত ২০ রানের একটি জুটি গড়েন। তবে ব্যাটে বল লাগাতে পুরোটা সময়ই লড়াই করতে হয়েছে জাকিরকে। তার সেই লড়াইয়ের ইতি টানেন আকাশ দীপ। ৩ রান করে ফেরেন জাকির।

জাকিরের বিদায়ের পর একই ওভারের পরের বলে আউট হন মুমিনুল হক। গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন টেস্ট স্পেশালিষ্ট এই ব্যাটার। শান্ত ফেরেন দলীয় ৩৬ রানে স্লিপে ক্যাচ দিয়ে। ২০ রান আসে অধিনায়কের ব্যাট থেকে।

অভিজ্ঞ মুশফিকুর রহিমও পাননি রানের দেখা। ৮ রান করে ফিরেছেন তিনি। ষষ্ঠ উইকেটে হাল ধরার চেষ্টা করেন লিটন দাস এবং সাকিব আল হাসান। প্রতি আক্রমণে দুজনে মিলে ৫১ রানের জুটিও গড়েন। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে নিজেদের উইকেট হারান তারা।

বাউন্ডারিতে ধ্রুব জুরেলের ক্যাচ বানিয়ে ফর্মে থাকা লিটন দাসকে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা। ৪২ বলে ২২ রান করে আউট হয়েছেন লিটন।

লিটন আউট হওয়ার এক ওভার পরেই জাদেজার বলে আউট হন সাকিবও। জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে অভিনব কায়দায় আউট হন তিনি। রিভার্স সুইপটা ঠিকঠাক করতে পারেননি সাকিব। বল সাকিবের ব্যাটে লেগে তাঁর বুট ছুঁয়ে উইকেটকিপারের হাতে জমা পড়েছে। টিভি আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। ৩২ রান করে আউট হয়েছেন সাকিব।

বায়তুল মোকাররমে দুই গ্রুপের সংর্ঘষ, নামাজ না পড়িয়ে পালিয়ে গেলেন সাবেক খতিব

বায়তুল মোকাররমে দুই গ্রুপের সংর্ঘষ। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। অতীতের স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত আওয়ামী খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় সাধারণ মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত পতিত সরকার পন্থী খতিবের কিছু লোক এর প্রতিবাদ করেন।

পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান। এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে ধর্ষণের অভিযুক্ত আওয়ামী খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করে পালিয়ে যান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে খতিব মুফতি রুহুল আমিনের বয়ানের সময় এ সংষর্ষ হয়।

জানা গেছে, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমানে খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন।

মসজিদের ভিতরে ভাঙচুর করা হয়। দরজা-জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তা ছাড়া আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন।

অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন। পরে পরিবেশ কিছুটা ঠান্ডা হলে সোয়া একটার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন।

এরপর থমথমে পরিস্থিতিতে নামাজ শেষে সাধারণ মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ দেখা যায় মসজিদ থেকে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি বের হন। তারা ‌‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ বলে স্লোগান দিচ্ছিলেন।

এ সময় পুলিশ তাদের মসজিদ এলাকা থেকে চলে যেতে বলেন। কিন্তু তারা রাস্তায় গিয়ে দাঁড়ান। পরে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেন।

সর্বশেষ সংবাদ

হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা
১৪৯ রানেই অলআউট বাংলাদেশ, ফলো-অন করায়নি ভারত
বায়তুল মোকাররমে দুই গ্রুপের সংর্ঘষ, নামাজ না পড়িয়ে পালিয়ে গেলেন সাবেক খতিব
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল
বান্দরবানে অস্ত্র, গুলি ও ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
পাহাড়ি-বাঙালি সংঘর্ষ: রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি
মা-বাবা-ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবিতে নিহত তোফাজ্জল
লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা
গরম কমে বৃষ্টি হবে কবে, জানালো আবহাওয়া অফিস
হাসানের ৫ উইকেট, ৩৭৬ রানে থামল ভারত
জাবিতে কোনো কমিটি নেই, হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে: ছাত্রদল
দ্বিতীয় দিনের শুরুতেই জাদেজাকে ফেরালেন তাসকিন, সাকিবের ক্যাচ মিস
পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন সিপিডির ফাহমিদা খাতুন
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যে প্রশ্ন তুললেন জয়
নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা
সরকারি ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল