১২৬তম দেশে বিশ্বপর্যটক কাজী আসমা আজমেরী
বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিশ্বভ্রমণ মোটেও সহজ কাজ না। প্রতিনিয়ত যেন এক সংগ্রাম! অনেক বাধা-বিপত্তি পার করে অনেক গবেষণার পর ১২৬তম দেশ ডোমিনিকায় পৌঁছে গেছেন বাংলাদেশের বিশ্বপর্যটক কাজী আসমা আজমেরী।
ডোমিনিকায় বাংলাদেশি পাসপোর্টে ভিসা ফ্রি। দেশটির রাজধানী রোসিউ। কাজী আসমা আজমেরী জানান, ওই শহরে গিয়ে তার পরিচয় হয়েছে সেখানকার সবচেয়ে বড় হাসপাতালের বাংলাদেশের এক প্রভাবশালী চিকিৎসক সালাউদ্দিন আহমেদের সঙ্গে। এই দেশটিতে খুব বেশি বাংলাদেশি নেই। তবে দেশটি সবুজ-সোনালীতে ঘেরা।
নামিবিয়ার উইন্ডহোয়েক শহরে অনেকদিন থেকেছেন জিম্বাবুয়ে ও জাম্বিয়ার ভিসার জন্য। টানা ৩৬ দিন অপেক্ষা করে পেয়েছিলেন জাম্বিয়ার ভিসা। ১২৪ তম দেশ হিসেবে জাম্বিয়াতে পৌঁছান কাজী আসমা। জাম্বিয়ার ভিক্টোরিয়া ফলস দেখে মুগ্ধ হয়েছেন। তারপরে জিম্বাবুয়ের যান। সেখানে ভিক্টোরিয়া ফলসের ব্রিজ দিয়ে পার হয়ে তার ১২৫তম দেশের মাইলফলক রচনা করেন। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এতগুলো দেশ ভ্রমণ করা সত্যিই অবিশ্বাস্য।
চলতে চলতে চলে গেছেন জিম্বাবুয়ে থেকে সাউথ আফ্রিকা হয়ে তুরস্কে। মে মাসে এক সপ্তাহ তুরস্কে ছিলেন দেখার জন্য রমজানের ঐতিহ্য। এরপর ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে যোগ দিতে চলে যান যুক্তরাষ্ট্রে। টানা দুই সপ্তাহ নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় থেকে ভ্রমণ করেছেন এবং বাংলাদেশিদের আতিথিয়তা গ্রহণ করেছেন। এর ভেতর বাড়তি পাওয়া ছিল–আসাদুজ্জামান সকাল ও মেহজাবিন রেজা চৌধুরী প্রযোজিত ও অমিতাভ রেজার পরিচালনায় ‘রিক্সা গার্ল’ প্রিমিয়ার শো দেখা।
কাজী আসমা বলেন, ‘ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট দেখে পরদিনই চলে এসেছি ডোমিনিকায় ১২৬তম দেশ ভ্রমণ করতে। রোসিউ শহর থেকে এই লেখাটি লিখছে। সমুদ্রের বিশাল গর্জন যেন আমার গেস্ট হাউসের ব্যালকনিতে উপচে পড়ছে। নীল সমুদ্র আর সবুজ পাহাড়ে ঘেরা এক দেশ ডোমিনিকা।’
তিনি আরও বলেন, ‘ক্যারিবীয় এই দেশে কিছুটা কম টাকায় ঘোরা যায়। তবে এমন মনে হয় যে, এখানে সত্যিই আসার মতো অনেক কিছু আছে দেখার, মোটামুটি ক্যারিবিয়ানের একটি দেশ দেখলেই অন্য দেশগুলো বোঝা যায়। তবে এখানে যদি কেউ ক্রুজে করে আসেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। সেন্ট লুসা, মার্টিনিক, ওগোয়ালুসহ আরও তিনটি দেশে যাওয়ার ফেরি রয়েছে এখানে। প্ল্যান করছি, এই দেশগুলোতে যাব বলে। নিউ ইয়র্কের ঠান্ডা বৃষ্টিতে ভিজে আসার পর থেকে এখানে গায়ে কিছুটা জ্বর আছে, তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যাব আশা করি। এখানে ১২ তারিখ পর্যন্ত থেকে পরবর্তীতে চলে যাব বারবাডোজ।’
এসএ/