করোনার কারণে স্থগিত ট্যুরিস্ট ভিসায় যাওয়া যাবে ভারতে

করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা ট্যুরিস্ট ভিসা পুনর্বহাল করেছে ভারত। ২০২০ সালের মার্চের আগে ইস্যু করা ভিসাগুলো পুনর্বহাল করেছে দেশটি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নাগরিক যারা ভারত ভ্রমণ করতে আগ্রহী তাদের ২০২০ সালের মার্চের আগে ইস্যু করা ট্যুরিস্ট ভিসা পুনর্বহাল করা হয়েছে। এসব ভিসা কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। তবে শুধু আকাশ পথে ভ্রমণের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু আছে বলেও হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় বিমান চলাচল বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে ২০২০ সালের মার্চ পর্যন্ত ভিসাও স্থগিত রেখেছিল ভারত। একই বছরের অক্টোবরে কিছুটা ছাড় দেওয়া হয় কেবল ব্যবসা, কনফারেন্স, কর্মসংস্থান, পড়াশোনা ও গবেষণার কাজে ভ্রমণেচ্ছুদের জন্য।
২০২১ সালের ১৫ নভেম্বরে পর্যটন ভিসাতেও ছাড় দেওয়া হয়। সেই শর্ত ছিল চার্টার্ড বিমানেই দেশটিতে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। সেই সময় সাধারণ পর্যটকদের ভারত যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থেকেই যায়।
এ অবস্থায় ভারতের কয়েকটি পর্যটন নির্ভর রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দেয়। রাজ্য সরকারগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন এই সিদ্ধান্ত নিল।
আরইউ/আরএ/
