টিকটকে ভিডিও বানাতে গিয়ে দ্বন্দ্ব, বোনের গুলিতে প্রাণ হারালেন বোন
ছবি সংগৃহীত
টিকটকের ভিডিও বানানোর সময় দুই বোনের মধ্যে মতোবিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে তা থেকে শুরু হয় তুমুল ঝগড়া, যার পরিণতি হয়েছে মর্মান্তিক। ঝগড়ার জেরে বড় বোনকে লক্ষ্য করে গুলি ছোড়ে ছোট বোন। আর এতেই ঘটনা স্থলে প্রাণ হারিয়েছে বড় বোন। পাকিস্তানের পাঞ্জাবের গুজরাটে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি
জানা যায়, টিকটকের জন্য ভিডিও বানাচ্ছিলেন দুই বোন সাবা আফজাল ও মারিয়া আফজাল। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে মারিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ে ১৪ বছর বয়সী সাবা। আর তাতেই প্রাণ হারায় মেয়েটি।
এর আগে এ মাসের শুরুর দিকে পাকিস্তানেই টিকটক ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছে তিন কিশোর।
সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটিতে অনৈতিকতার অভিযোগে ধর্মীয় আলেমরা বেশ কয়েকবার টিকটক নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এরপর আংশিকভাবে বেশ কয়েকবার পাকিস্তানে টিকটক নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ২০২১ সালে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ পাঁচ মাস টিকটক বন্ধ করে দেন। ওই সময়ে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে টিকটক বন্ধ করে দেওয়া হয়। পরে অনৈতিকতার বিস্তার ঠেকানোর নিশ্চয়তার ভিত্তিতে আবার এ মাধ্যম খুলে দেওয়া হয়।