চ্যাট জিপিটি'র ওপর ইতালির নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী বহুল জনপ্রিয় ও ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চ্যাট-জিপিটি'র ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালি। গেল শুক্রবার (৩১ মার্চ) গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় এনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। চ্যাটবটকে সামনে রেখে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ওপেন এআই কিভাবে তথ্যের ব্যবহার করছে তা জানতে চায় ইতালি, সেজন্য একটি তদন্ত কার্যক্রমও শুরু করেছে তারা।
ইতালির তথ্য সুরক্ষা সংস্থা বলেছে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহের বিষয়ে তাদের কাছে তথ্যের অভাব ছিল এবং গত ২০ মার্চ এ বিষয়ে চ্যাট-জিপিটি'র কাছে একটি নীতিমালা লঙ্ঘন রিপোর্ট করা হয়েছিল।
সংস্থাটি বলেছে, 'অ্যালগরিদমের ওপর নির্ভরশীল একটি প্ল্যাটফরমকে 'প্রশিক্ষিত' করার নামে ব্যক্তিগতঅবাধ তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের কোনও আইনি ভিত্তি নেই।' এর পাশাপাশি ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের ব্যবস্থা না থাকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা।
তাদের দাবি, চ্যাট-জিপিটি যে ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে তা বয়স এবং সচেতনতার ভিত্তিতে শিশুদের জন্য একেবারেই অনপুযুক্ত। তারা প্ল্যাটফরমটি ১৩ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য উপযুক্ত বলে মনে করে।
ইতালির তথ্য সুরক্ষা সংস্থা বলছে যতদিন না চ্যাট-জিপিটি তাদের গোপনীয়তার নীতিমালাকে সম্মান জানাচ্ছে ততদিন দেশটির ব্যবহারকারীদের তথ্য প্রক্রিয়াকরণে ওপেন এআইকে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ওপেন এই-কে ২০ দিন সময় দিয়েছে ইতালি। অন্যথায় ওপেন এআই কে ২০ মিলিয়ন ইউরো অর্থাৎ ২১ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী বার্ষিক আয়ের চার শতাংশ জরিমানা করা হবে।
/এএস