এমএসআই-ইউসিসি গেম ফেস্টে চ্যাম্পিয়ন এক্সিলি ইস্পোর্টস
শেষ হল এমএসআই-ইউসিসি গেমিং ফেস্টিভ্যাল। শনিবার (৭ জানুয়ারি) রাজধানীর আইডিবি ভবনে আয়োজিত দেশের সর্ববৃহৎ কম্পিউটার মেলার শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে গেমিং ফেস্টিভ্যালের সমাপ্তি ঘোষণা করা হয়।
'প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে' এই প্রতিপাদ্য সামনে রেখে গেল ২৯ ডিসেম্বর থেকে আইডিবি ভবনে শুরু হয় সিটি আইটি মেগা ফেয়ার ২০২২। মেলার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি। দশদিন ধরে চলা এ মেলা শেষ হল শনিবার। আর এ মেলায় ই-স্পোর্টস গেমিং প্রতিযোগিতার আয়োজন করে বিশ্বের অন্যতম কম্পিউটার সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান 'এমএসআই'। প্রতিযোগিতাটির আয়োজক বাংলাদেশে এমএসআই এর একমাত্র পরিবেশক ইউসিসি (ইউনাইটেড কম্পিউটার সেন্টার)।
২৯ ডিসেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় খেলা হয়েছে দুই ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে ফার্স্ট পারসন শ্যুটিং ভিত্তিক ই-স্পোর্টস 'ভ্যালোরেন্ট' এ অংশগ্রহণ করেছে ৩২ টি দল। এ খেলায় বিজয়ী তিন দলকে মোট ৬৫ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে এক্সিলি ই-স্পোর্টস। তারা পেয়েছে ৩৫ হাজার টাকা। রানার্সআপ হয়েছে ডেইমোস ফোর্স ব্লু। তারা পেয়েছে ২০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকার করেছে মিলিট্যান্ট ই-স্পোর্টস। তারা পেয়েছে ১০ হাজার টাকা।
দ্বিতীয় ক্যাটাগরিতে ফুটবল ভিত্তিক ই-স্পোর্টস 'ফিফা-২০২৩'য় অংশগ্রহন করেছেন ৩২ জন। এ খেলায় বিজয়ী দুই জনকে মোট ১৫ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছে। প্রথম স্থান অধিকার করেছে RV_Ul3f। তিনি পেয়েছেন ১০ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন RV_GTR। তিনি পেয়েছেন ৫ হাজার টাকা।
এমএসআই বাংলাদেশ, ইউসিসির কর্মকর্তাবৃন্দ ও বিসিএস এর আইডিবির সদস্যরা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে প্রাইজ মানির চেক তুলে দেন।
ইউসিসি'র সহযোগী ব্যবস্থাপক নিয়ামত হাসান জানান, শুক্রবার (৬ জানুয়ারি) দুটি ক্যাটাগরির ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় এবং ফলাফল ঘোষণা করা হয়। আজ মেলার শেষ দিন বিজয়ীদের মাঝে প্রাইজ মানি বিতরণ করা হয়েছে। আমরা সফলভাবে প্রতিযোগিতাটির সব আয়োজন শেষ করতে পেরেছি এবং এমন একটি প্রতিযোগিতার জন্য এমএসআই কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির মেলা কমিটিকে ধন্যবাদ।
প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর সদস্যরা নিজেদের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন অসাধারণ জাঁকজমকপূর্ণ একটি আয়োজন করার জন্য তারা এমএসআই ও ইউসিসিকে ধন্যবাদ জানান। কেবল ঢাকায় নয় ভবিষ্যতে দেশব্যাপি ও আন্তর্জাতিক পর্যায়েও এমএসআই ও ইউসিসি এমন আরও অনেক গেমিং কম্পিটিশনের আয়োজন করবে ও দেশের গেমারদের বিশ্বের বুকে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তারা।
/এএস