ল্যাপটপের জন্য ইন্টেলের ২৪ কোরের প্রসেসর
গেল বছরের ২৭ সেপ্টেম্বর ডেক্সটপ কম্পিউটারের জন্য থার্টিন জেনারেশনের 'র্যাপটর লেক' প্রসেসর বাজারে ছাড়ে ইন্টেল। ক্যাটাগরি ভেদে ১৪ কোর ২০ থ্রেড থেকে শুরু করে ২৪ কোর ৩২ থ্রেড এর প্রসেসর গুলোর ক্লক স্পিড সর্বনিম্ন ২.২ গিগাহার্জ থেকে শুরু করে সর্বোচ্চ ৫.৮ গিগাহার্জ পর্যন্ত। এরই ধারাবাহিকতায় এবার ল্যাপটপ কম্পিউটারের জন্য থার্টিন জেনারেশনের 'এইচএক্স' সিরিজের প্রসেসর বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ইন্টেল।
আগামীকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) শুরু হতে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি ইভেন্ট কনজ্যুমার এফোর্ট স্কোর (সিইএস) এ আনুষ্ঠানিকভাবে নতুন এই প্রসেসর বাজারজাত করার ঘোষণা দিবে ইন্টেল।
ইন্টেল সূত্রে জানা গেছে গেমার এবং ওয়ার্কস্টেশনের কথা মাথায় রেখেই 'এইচএক্স' সিরিজের ল্যাপটপ প্রসেসরগুলো বাজারে আনা হচ্ছে। এর পাশাপাশি আরও থাকছে মাঝারি ধরনের ব্যবহারীদের জন্য 'এইচ' সিরিজের প্রসেসর ও হালকা ব্যবহারকারীদের জন্য 'পি' ও 'ইউ' প্রসেসর।
'এইচএক্স' সিরিজের প্রসেসরে ক্যাটাগরি ভেদে থাকছে ১.০ কোর ১৬ থ্রেড থেকে শুরু করে ২৪ কোর ৩২ থ্রেড এর প্রসেসর। যেগুলোর ক্লক স্পিড সর্বনিম্ন ১.৫ গিগাহার্জ থেকে শুরু করে সর্বোচ্চ ৫.৬ গিগাহার্জ পর্যন্ত।
ইন্টেলের দাবি ল্যাপটপের ক্ষেত্রে 'এইচএক্স' সিরিজের প্রসেসরগুলোই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত কর্মক্ষমতাসম্পন্ন প্রসেসর। এই প্রসেসর ব্যবহার করা ডিভাইসগুলো ডিডিআর ফাইভ এর র্যাম ব্যবহার করা যাবে এবং চারটি পর্যন্ত থান্ডারবোল্ট পোর্ট সাপোর্ট করবে। বিদ্যুৎ খরচ হবে ৫৫ থেকে ১৫৭ ওয়াট।
ইন্টেলের ঘোষণা অনুযায়ী লেনোভো, আসুস, ডেল, এইচপি, অ্যাসার, এমএসআই, রেজারসহ বেশ কয়েকটি কোম্পানি ইতোমধ্যেই নতুন এই প্রসেসর ব্যবহার করা ল্যাপটপ নির্মাণ প্রক্রিয়াধীন রেখেছে যা চলতি বছরের ফেব্রুয়ারি বা মার্চ থেকে বিশ্ব বাজারে পাওয়া যাবে।
/এএস