আইডিবিতে ইউসিসির লাখ টাকার এমএসআই গেমিং ফেস্টিভ্যাল
রাজধানীর আইডিবি ভবনে চলছে দেশের সর্ববৃহৎ কম্পিউটার মেলা। আর এ মেলায় অনলাইন গেমিং প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্বের অন্যতম কম্পিউটার সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান 'এমএসআই'। এমএসআই এর পক্ষে বাংলাদেশে প্রতিযোগিতাটির আয়োজক বাংলাদেশে এমএসআই এর একমাত্র পরিবেশক ইউসিসি (ইউনাইটেড কম্পিউটার সেন্টার)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) শুরু হওয়া এই প্রতিযোগিতায় খেলা হচ্ছে দুই ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে ফার্স্ট পারসন শ্যুটিং ভিত্তিক অনলাইন ভিডিও গেম 'ভ্যালোরেন্ট' এ অংশগ্রহণ করেছে ৩২ টি দল। প্রতি দলে ৭জন করে মোট ২২৪ জন। এ খেলায় বিজয়ী তিন দলকে মোট ৬৫ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৩৫ হাজার টাকা। রানার্সআপ দলকে দেওয়া হবে ২০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলকে দেওয়া হবে ১০ হাজার টাকা।
দ্বিতীয় ক্যাটাগরিতে ফুটবল ভিত্তিক ভিডিও গেম অনলাইন 'ফিফা'য় অংশগ্রহন করেছেন ৩২ জন। এ খেলায় বিজয়ী দুই জনকে মোট ১৫ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে। প্রথম স্থান অধিকারীকে দেওয়া হবে ১০ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান অধিকারীকে দেওয়া হবে ৫ হাজার টাকা।
গেমিং ও গেমারদের সার্বিক তত্ত্বাবধায়ন করছে মার্সেনারিজ লিমিটেড।
ইউসিসি'র সহযোগী ব্যবস্থাপক নিয়ামত হাসান জানান, আগামী শুক্রবার (৬ জানুয়ারি) দুটি ক্যাটাগরির ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে এবং আগামী ৭ জানুয়ারি মেলার শেষ দিন বিজয়ীদের মাঝে প্রাইজ মানি বিতরণ করা হবে।
মার্সেনারিজ লিমিটেডের পরিচালক তুর্য জানান, ইউসিসির সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করেছে মার্সেনারিজ ই-স্পোর্টস। সারাদেশে এখন পর্যন্ত প্রায় ৩০টিরও বেশি অনলাইন ভিত্তিক গেমিং প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনা করেছে সংগঠনটি।
বাংলাদেশের কম্পিউটার পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ইউসিসি। ১৯৯৯ সাল থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিশেষ অবদান রেখে চলছে। বর্তমানে এএমডি, অ্যাসার, ডি-লিংক, ফিটবিট, জেইল, এমএসআই, সেগেট, স্যাফ্যির, ট্রান্সেন্ড, থার্মালটেক, ভিউসনিক এবং জোটাক প্রভৃতি কোম্পানির পক্ষে বাংলাদেশে জাতীয় পরিবেশক হিসেবে কাজ করছে ইউসিসি। দেশের বুকে অনলাইন গেমারদের উজ্জীবিত করতে এবং বিশ্বের বুকে বাংলাদেশের গেমারদের তুলে ধরতে প্রায়ই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে ইউসিসি।
'প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে' এই প্রতিপাদ্য সামনে রেখে গেল ২৯ ডিসেম্বর থেকে আইডিবি ভবনে শুরু হয়েছে সিটি আইটি মেগা ফেয়ার ২০২২। মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। দশদিন ধরে চলে এ মেলা শেষ হবে আগামী শনিবার (৭ জানুয়ারি)।
/এএস